আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার:
৭ জানুয়ারি ২০২৪ সম্পন্ন হয়েছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। ইতিমধ্যে নির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ এবং মন্ত্রী পরিষদও গঠন করা হয়েছে। এবার আলোচনায় সরগরম সংরক্ষিত মহিলা আসনে এমপি হচ্ছেন কারা? কক্সবাজারে আলোচনায় আছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের একনিষ্ঠ নেত্রী, দীর্ঘদিনের পরিক্ষিত সেবক ইঞ্জিনিয়ার ইসমত আরা বেগম ইসমু। তিনি মহেশখালী উপজেলার আওয়ামী লীগ নেতা, বীর মুক্তিযোদ্ধা নুরুল হকের সুযোগ্য কন্যা৷
সুশিল সমাজ মনে করেন, পরিচ্ছন্ন, ত্যাগি, মেধাবী রাজনৈতিক মুখ ইসমত আরা বেগম ইসমু। দীর্ঘ রাজনৈতিক জীবন, সমাজসেবা, একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে সংরক্ষিত মহিলা আসনে এমপি পদে তাঁকে নির্বাচিত করা হোক।
এক প্রতিক্রিয়ায় চাটগাঁর সংবাদ'কে ইসমত আরা বেগম ইসমু জানান, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাদের আস্তা, বিশ্বাস, ভালোবাসার ঠিকানা। আমি আশাবাদী নেত্রী আমাকে সংরক্ষিত মহিলা আসনে এমপি হিসেবে কাজ করার সুযোগ দিবেন। উল্লেখ্য, ইসমত আরা বেগম ইসমু কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-কমিটিতে চারবার নেতৃত্ব দিয়েছেন। দলের জন্য তিনি আমৃত্যু কাজ করার যাওয়ার জন্য নিরলস পরিশ্রম করেন। দ্বাদশ জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসন কক্সবাজার-৮ এর এমপি হিসেবে দ্বীপবাসি দেখতে চান তাঁকে।