আজ ৯ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

ছবি: চট্টগ্রাম মহানগর সড়ক পরিবহন শ্রমিক লীগের সভা

চট্টগ্রাম মহানগর সড়ক পরিবহন শ্রমিক লীগের জরুরী সভা


অনলাইন ডেস্কঃ পুরোনো কমিটি বাতিল এবং নতুন কমিটি গঠনের উদ্দেশ্যে চট্টগ্রামের চালক-মালিক-শ্রমিকদের ঐক্যবদ্ধ বৃহত্তর সংগঠন চট্টগ্রাম মহানগর সড়ক পরিবহন শ্রমিক লীগের জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি নগরীর পাহাড়তলী রেলওয়ে স্কুল সংলগ্ন কার্যালয়ে অনুস্ঠিত এ সভায় সভাপতিত্ব করেছেন সংগঠনের সভাপতি বিশিষ্ট শ্রমিক নেতা মোহাম্মদ মিনহাজ।

সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ কালিম শেখের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন সংগঠনের কার্যকরী সভাপতি স ম জিয়াউর রহমান, সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ মাসুদ, সহ-সভাপতি আবু হানিফ জনি, মোহাম্মদ হাসান মুরাদ, মোহাম্মদ মাসুদ রানা, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ খোকন, সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ফরায়েজী, সহ-সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মোস্তফা, অর্থ সম্পাদক মোহাম্মদ শাহ আলম, আইন সম্পাদক এড. কবির হোসেন বিজন, প্রচার সম্পাদক মো. কবির হোসেন, কার্যকরী সদস্য মোহাম্মদ মোস্তফা, মোহাম্মদ ইউসুফ প্রমূখ।

আরও পড়ুন ঈদের পর টানা সম্মেলনের প্রস্তুতি নিচ্ছে আওয়ামী লীগ

সভায় উপস্থিত সকল সদস্যদের ও কর্মকর্তাদের মতামতের ভিত্তিতে সংগঠনের কার্যকরী কমিটির মেয়াদপূর্ণ হওয়ায় নতুন কমিটি গঠনের লক্ষ্যে এবং সংগঠনের কার্যক্রম আরো জোরদার করতে পুরাতন কমিটি বিলুপ্ত করে নতুন কার্যাকরী কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে আগামী ৩০ দিনের মধ্যে নতুন কমিটি গঠনের জন্য মোহাম্মদ মিনহাজ, মোহাম্মদ কালিম শেখ ও আবু হানিফ জমিকে সমন্বয়ক করে দায়িত্ব প্রদান করা হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর