আজ ৯ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

ছবি: শিকলবাহা কলেজবাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে মনোনয়ন পত্র জমা দিচ্ছেন প্রার্থী ওসমান হোসাইন

শিকলবাহা কলেজ বাজার ব‍্যবসায়ী কল‍্যাণ সমিতির নির্বাচন ২৭ নভেম্বর


অনলাইন ডেস্কঃ দক্ষিণ চট্টগ্রামের প্রবেশদ্বার কর্ণফুলী উপজেলার ঐতিহ্যবাহী শিকলবাহা কলেজ বাজার ব‍্যবসায়ী কল‍্যাণ সমবায় সমিতি লিমিটেডের ত্রি-বার্ষিক নির্বাচন আগামি ২৭ নভেম্বর অনুষ্ঠিত হবে। এ নির্বাচন উপলক্ষ্যে গত রবিবার (৫ নভেম্বর) মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে স্বতঃস্ফূর্তভাবে ২৫জন পদপ্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন।

জানা গেছে, সভাপতি পদপ্রার্থী তিনজন-মুহাম্মদ ওসমান হোসেন, আবদুল হালিম, মোহাম্মদ ইলিয়াস মুন্সী)। সহ-সভাপতি দুইজন-মোহাম্মদ নাসির উদ্দিন,
মোহাম্মদ ইউনুছ মানামা, সাধারণ সম্পাদক পদে তিনজন-এম এ বাহ উদ্দিন বাহদুর; জাহাঙ্গীর মুন্সী, আবদুল করিম মন্জু, অর্থ সম্পাদক তিনজন মোহাম্মদ ইদ্রিস (এশিয়া), আব্দুল লতিফ সও. মোহাম্মদ মহসিন।

নির্বাহী সদস্য চৌদ্দজন- ১) নঈম উদ্দিন, ২) মোহাম্মদ মহিউদ্দিন, ৩) সালাহ উদ্দিন রাজু, ৪) মো. ইদ্রিস, ৫) মো. হারুন, ৬) শুকদেব নাথ, ৭) মোহাম্মদ সেলিম, ৮) মিটন কুমার শীল ৯) শফিকুল ইসলাম মানিক, ১০) ইউচুফ খোকন, ১১) আজগর টিপু, ১২) মো. হারুন, ১৩) মহিউদ্দিন, ১৪) মোহাম্মদ এয়াছিন।

উল্লেখ্য, গত ২৬ অক্টোবর থেকে মনোনয়নপত্র বিতরণ করা হয়। জমা দেওয়ার শেষ তারিখ ৫ নভেম্বর, বাছাই ৬ নভেম্বর বৈধ মনোনয়নপত্র প্রত‍্যাহার ১৫ নভেম্বর প্রতীক বরাদ্দ একই দিনে।

আগামী ২৭ নভেম্বর সকাল ১০ ঘটিকা থেকে বিকাল ৪ ঘটিকা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহণ করা হবে। শিলকবাহা কলেজ বাজার ব‍্যবসায়ী কল‍্যাণ সমবায় সমিতি লিমিটেডের ১৩৯জন সদস্য ভোটার তাদের ভোটাধিকারের মাধ্যমে আগামী দিনের জন্য যোগ্য নেতৃত্বেকে নির্বাচিত করবে।

শিকলবাহা কলেজ বাজার ব‍্যবসায়ী কল‍্যাণ সমবায় সমিতি লিমিটেডের নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি উপজেলা সমবায় অফিসার পটিয়া মোহাম্মদ রাসেল চৌধুরী, সদস্য মোহাম্মদ সোলায়মান, মোহাম্মদ তৈয়ব।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর