সভাপতি লোকমান হাকিম, সম্পাদক মুহিম বাদশা
মোঃ কামরুল ইসলাম মোস্তফা, চন্দনাইশঃ চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার হাজারী শপিং সেন্টার ব্যবসায়ী কল্যাণ সমিতির কার্যনির্বাহী কমিটির দ্বি-বার্ষিক নির্বাচন ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উৎসব মুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। শনিবার (২১ জানুয়ারি) সকাল ১০টা থেকে বিকাল ২টা পর্যন্ত মার্কেটের দ্বিতীয় তলায় ৩টি বুথে ব্যবসায়ীরা তাদের পছন্দের প্রার্থীকে ভোটাধীকার প্রয়োগ করেন।
সর্বমোট ১৩৬ জন ভোটারের মধ্যে ১৩৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। সভাপতি পদে বর্তমান সভাপতি লোকমান হাকিম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. খোরশেদ আলম, অর্থ সম্পাদক রতন দাশ, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট সাদ্দাম হোসেন নিরব, দপ্তর সম্পাদক মো. দিলদার হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক মো. আব্দুল ওয়াজেদ, সহ-অর্থ সম্পাদক অজয় বিশ্বাস সনজয়, সহ-প্রচার সম্পাদক পদে মো. রেজাউল করিম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় বাকি ১২টি পদে জয়লাভের জন্য ২৩ জন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করেন। এতে সিনিয়র সহ-সভাপতি পদে মো. হারুনুর রশিদ তালা চাবি প্রতীকে ৭০ ভোট পেয়ে নির্বাচিত হন।
সহ-সভাপতি পদে এসএম মুছা মোরগ প্রতীকে ৭২ ভোট ও মো. শামশুল ইসলাম টিউবওয়েল প্রতীকে ৬৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক পদে মুহিম বাদশা আনারস প্রতীকে ৭৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে মাছ প্রতীকে ১২৭ ভোট পেয়ে সাংবাদিক সৈকত দাশ ইমন, সহ-সাংগঠনিক সম্পাদক পদে চায়ের কাপ প্রতীকে ৬০ ভোট পেয়ে মো. হাবিবুল্লাহ, প্রচার সম্পাদক পদে টেলিফোন প্রতীকে ৬৫ ভোট পেয়ে মো. নুরুল হুদা, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে ক্রিকেট ব্যাট প্রতীকে ৬৪ ভোট পেয়ে সাজ্জাদ ইসলাম জিকু, কার্যকরী সদস্য পদে আপেল প্রতীকে ৯৫ ভোট পেয়ে উজ্জল চক্রবর্তী, হাতপাখা প্রতীকে ৯১ ভোট পেয়ে নাছির উদ্দীন, সিএনজি প্রতীকে ৮৫ ভোট পেয়ে রুবেল কান্তি দে, প্রজাপতি প্রতীকে ৭৫ ভোট পেয়ে মো. হাবিবুর রহমান হাবিব, হারিকেন প্রতীকে ৭১ ভোট পেয়ে সুকান্ত বিশ্বাস মনি নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন- এডভোকেট তুষার সিংহ হাজারী মানিক, প্রিসাইডিং অফিসার ছিলেন দোহাজারী জামিজুরী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিষ্ণু যশা চক্রবর্তী, সহকারী প্রিসাইডিং অফিসার ছিলেন- শিক্ষক বিমল কান্তি সেন, আসাদুল হক, আশিষ চৌধুরী ও নাজিম উদ্দীন। অত্যন্ত সুশৃঙ্খলভাবে স্বচ্ছ প্রক্রিয়ায় নির্বাচন সম্পন্ন করার জন্য নির্বাচন পরিচালনা কমিটির সদস্য হিসেবে নির্বাচনের সকল আয়োজন সম্পন্ন করেন মো. সাজ্জাদ আলী, এডভোকেট সাদ্দাম হোসেন নিরব, নুর মুহাম্মদ, ওসমান গনি, আমিনুল ইসলাম প্রমূখ।
দোহাজারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মো. বিল্লাল হোসেন ও সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. আলাউদ্দিন ও সহকারী উপপরিদর্শক (এএসআই) মোস্তফার নেতৃত্বে একদল পুলিশ সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে দায়িত্ব পালন করেন।
Leave a Reply