আজ ২৪শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

প্রতীকি ছবি

বাঁশখালী ও লোহাগাড়ায় যাচ্ছে নির্বাচনী সরঞ্জাম


অনলাইন ডেস্কঃ ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে আগামিকাল বুধবার (৫ জুন) বাঁশখালী ও লোহাগাড়া উপজেলায় ভোট। এজন্য ওই দুই উপজেলার কেন্দ্রগুলিতে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম। আজ মঙ্গলবার (৪ জুন) দুপুরের পর থেকে সকল কেন্দ্রে ব্যালট পেপার ছাড়া নির্বাচনী সামগ্রী পাঠানো হচ্ছে বলে জানিয়েছেন সহকারী রিটার্নিং কর্মকর্তা।

এবার বাঁশখালীতে ১১৫টি কেন্দ্রে ৮৫৬টি বুথ থাকবে এবং লোহাগাড়ায় ৭১টি কেন্দ্রে ৫৮১টি বুথে ভোট গ্রহণ করা হবে।

আরও পড়ুন লোহাগাড়ায় শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে প্রার্থীদের আহবান ওসির

বাঁশখালীতে চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ৭ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করবেন। এ উপজেলায় মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৭৬ হাজার ৯০৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ২ হাজার ৩২১ জন, মহিলা ভোটার ১ লাখ ৭৪ হাজার ৫৮১ জন, তৃতীয় লিঙ্গের (হিজড়া) ভোটার রয়েছে ৪জন। অন্যদিকে, লোহাগাড়ায় চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৩ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করবেন। লোহাগাড়ায় মোট ভোটার ২ লাখ ২৬ হাজার ৫৯০ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১ লাখ ২১ হাজার ৫০০ জন ও মহিলা ভোটার ১ লাখ ৫ হাজার ৯০ জন।

তথ্যসূত্র: বাংলানিউজ২৪


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর