আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজারঃ শপথ গ্রহণ করেছেন কক্সবাজার সদর উপজেলা, মহেশখালী উপজেলা ও কুতুবদিয়া উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যানরা। মঙ্গলবার (২৮ মে) সকালে চট্টগ্রাম সার্কিট হাউস সম্মেলন কক্ষে বিভাগীয় কমিশনার মো. তোফায়েল ইসলাম তাদের শপথ বাক্য পাঠ করান।
শপথ নিয়েছেন- কক্সবাজার সদর উপজেলায় নবনির্বাচিত চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা নুরুল আবছার, ভাইস চেয়ারম্যান রশিদ মিয়া ও মহিলা ভাইস চেয়ারম্যান রোমেনা আক্তার।
আরও পড়ুন বন্যাকবলিত হয়ে পড়েছে চট্টগ্রামের উপকূলীয় অঞ্চল
মহেশখালী উপজেলা থেকে শপথ নিয়েছেন চেয়ারম্যান জয়নাল আবেদীন, ভাইস চেয়ারম্যান আবু সালেহ ও মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা কাজল।
কুতুবদিয়া উপজেলা থেকে শপথ নিয়েছেন চেয়ারম্যান ব্যারিস্টার হানিফ বিন কাশেম, ভাইস চেয়ারম্যান আকবর খান ও মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার বিউটি।
গত ৮ মে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম ধাপে কক্সবাজারের ৩টি উপজেলা- কক্সবাজার সদর, মহেশখালী, কুতুবদিয়ায় নির্বাচন অনুষ্ঠিত হয়। ১৩ মে নির্বাচিতদের নামে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন।