দিদারুল আলম (দিদার):
সৌদি আরবে ওমরা করতে যাওয়া আকাবা শারে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত আরও ৫ বাংলাদেশির পরিচয় নিশ্চিত হওয়ার কথা জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এখন পর্যন্ত ওই দুর্ঘটনায় নিহত বাংলাদেশির সংখ্যা দাঁড়িয়েছে ১৩ জনে। সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসের বরাতে নিহতের সংখ্যা বৃদ্ধির তথ্য জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়। নতুন করে পরিচয় পাওয়া ৫ জনের মধ্যে – কক্সবাজারের মহেশখালীর সিফাত উল্লাহ, কুমিল্লার দেবিদ্বারের গিয়াস হামিদ, যশোরের কোতোয়ালির মোহাম্মদ নাজমুল, যশোরের রনি ও কক্সবাজারের মোহাম্মদ হোসেন।
সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন আল আখবারিয়া জানিয়েছে, ওমরাহযাত্রীদের বাসটি খামিস মুশাইত শহর থেকে রওনা হয়ে মক্কায় যাচ্ছিল। স্থানীয় সময় সোমবার বিকাল ৪টার দিকে আসির প্রদেশের আকাবা শার সড়কে সেটি দুর্ঘটনায় পড়ে। একটি সেতুর ওপর নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি পাহাড়ে ধাক্কা খায় এবং আগুন ধরে যায়। বাসটির ব্রেকে প্রবলেম হয়েছিল বলে জানানো হয়েছে সৌদি সংবাদমাধ্যমের প্রতিবেদনে। বাসটিতে ৪৭ জন যাত্রীর মধ্যে ৩৫ জনই ছিলেন বাংলাদেশি।
এই ভয়াবহ দুর্ঘটনায় মোট ২২ জন নিহত হয়েছে তার মধ্যে বাংলাদেশি ৮ জনের পরিচয় নিশ্চিত হওয়ার কথা জানিয়েছিল পররাষ্ট্র মন্ত্রণালয় ও সৌদি আরবে বাংলাদেশ দূতাবাস। ওই আটজন হলেন- নোয়াখালীর সেনবাগের শরিয়তউল্লাহর ছেলে শহিদুল ইসলাম,কুমিল্লার মুরাদনগরের আব্দুল আউয়ালের ছেলে মামুন মিয়া, নোয়াখালীর মোহাম্মদ হেলাল,লক্ষ্মীপুরের সবুজ হোসাইন,কুমিল্লার মুরাদ নগরের রাসেল মোল্লা, কক্সবাজারের মহেশখালীর মো. আসিফ,গাজীপুরের টঙ্গীর আব্দুল লতিফের ছেলে মো. ইমাম হোসাইন রনি, চাঁদপুরের কালু মিয়ার ছেলে রুকু মিয়া।
Leave a Reply