প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৫, ২০২৫, ১:১৫ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ২৮, ২০২৩, ৮:০১ অপরাহ্ণ
ঈদুল আজহা

মোহাম্মদ মুজিবুল হক
কুরবানির ঈদ দ্বারে এলো
হাসি সবার মুখে,
ছোট বড়ো এক হয়ে সব
মিলে ত্যাগের সুখে।
কুরবানির ঈদ দেয় সবারে
জরুরি এক বাণী,
ত্যাগের ফলে হবে তোমার
পবিত্র হৃদ খানি।
সামর্থ্য যার আছে তাঁরা
পশু কিনে নিবে,
জবাইকৃত মাংসের অংশ
নিঃস্ব জনকে দিবে।
প্রতি বছর ঘুরে ফিরে
চাঁদের হাতটা ধরে,
ঈদুল আজহা এসে পড়ে
মুসলমানদের ঘরে।
পশু কুরবান করে তাঁরা
খোদার তুষ্টির জন্য,
মনের পশু জবাই হলেই
তখন হবে ধন্য।
Copyright © 2025 Chatgar sangbad. All rights reserved.