আজ ১৩ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৮শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ঈদুল আজহা


মোহাম্মদ মুজিবুল হক

কুরবানির ঈদ দ্বারে এলো
হাসি সবার মুখে,
ছোট বড়ো এক হয়ে সব
মিলে ত্যাগের সুখে।

কুরবানির ঈদ দেয় সবারে
জরুরি এক বাণী,
ত্যাগের ফলে হবে তোমার
পবিত্র হৃদ খানি।

সামর্থ্য যার আছে তাঁরা
পশু কিনে নিবে,
জবাইকৃত মাংসের অংশ
নিঃস্ব জনকে দিবে।

প্রতি বছর ঘুরে ফিরে
চাঁদের হাতটা ধরে,
ঈদুল আজহা এসে পড়ে
মুসলমানদের ঘরে।

পশু কুরবান করে তাঁরা
খোদার তুষ্টির জন্য,
মনের পশু জবাই হলেই
তখন হবে ধন্য।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর