মোঃ কামরুল ইসলাম মোস্তফা, চন্দনাইশঃ
চন্দনাইশ পৌরসভায় হযরত মৌলানা মনিরুজ্জামান শাহ্ (রহঃ) এর বার্ষিক ফাতেহা এবং মরহুম ফয়েজ আহমদ মতোয়াল্লী ও মরহুমা আমেনা বেগমসহ সকল মুরুব্বিদের ঈছালে ছওয়াব উপলক্ষে চট্টগ্রাম জেলা নাজির মোহাম্মদ জামাল উদ্দিনের ব্যবস্থাপনায় শুক্রবার (২৯ ফেব্রুয়ারি) রাতে চন্দনাইশ পৌরসভার ৮নম্বর ওয়ার্ডস্থ গাছবাড়িয়া তালুকদারপাড়া এলাকায় জামাল উদ্দিনের বাড়ি সংলগ্ন মাঠে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (সাঃ) মাহফিল অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম জেলা নাজির মোহাম্মদ জামাল উদ্দিনের সভাপতিত্বে মাহফিলে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম আল আজিজ তাহফিজুল কোরআন ক্যাডেট মাদরাসার প্রতিষ্ঠাতা ও খতিবেরহাট কাদেরিয়া তৈয়্যবিয়া জামে মসজিদের খতিব মুফতি মাওলানা মো. গোলাম কিবরিয়া (মা.জি.আ.)।
উদ্ভোধক ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ঢাকা মহানগর সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ আবদুল হাকিম। প্রধান মেহমান ছিলেন চন্দনাইশ উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান মাওলানা মুহাম্মদ সোলাইমান ফারুকী।বিশেষ মেহমান ছিলেন তালুকদার পাড়া জামে মসজিদের খতিব মৌলানা মোহাম্মদ আবু বকর, চন্দনাইশ উপজেলা আওয়ামী লীগ সভাপতি জাহেদুল ইসলাম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য আবু আহমদ চৌধুরী জুনু, নুরুল আলম, হাফেজ মাওলানা জসিম উদ্দিন প্রমূখ।
বক্তারা বলেন, শুধু মুখেই আশেকে রাসুল দাবি করলে হবে না, কথাবার্তা, আচার-আচরণ, পোষাক-পরিচ্ছদসহ জীবনযাপনের প্রতিটি ধাপে প্রিয় নবীজির সুন্নাতকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরতে হবে, সব কিছুর ঊর্ধ্বে এমনকি নিজের জানমালের চেয়েও বেশি ভালবাসতে হবে প্রিয় রাসুলকে। রাসূলের (সা.) রেখে যাওয়া সুন্নাতসমূহকে পুনরুজ্জীবন দান করা এবং তাঁর অনুপম আদর্শ বাস্তবায়নের দিকে ধাবিত হতে হবে। এর মাধ্যমেই বহিঃপ্রকাশ ঘটে সত্যিকার রাসুল প্রেমের এবং অর্জিত হবে প্রিয় নবীর সন্তুষ্টি। বাস্তবিকপক্ষে সুন্নাতে নববী ও আদর্শের অনুসরণকারীই হচ্ছেন প্রকৃত আশেকে রাসুল। পরে মিলাদ ও কিয়াম শেষে দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা শেষে তবারুক বিতরণের মাধ্যমে মাহফিল সমাপ্ত হয়।