মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার ইসলামপুর কামিল মাদ্রাসা নতুন ভবন উদ্বোধন করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। আজ রবিবার (২৭ নভেম্বর) সকালে উপজেলার কুচিয়ামোড়া গ্রামের মাদ্রাসাটির নবনির্মিত চারতলা একাডেমিক ভবন উদ্বোধন করেন তিনি।
এসময় শিক্ষামন্ত্রী বলেন, আওয়ামী লীগের জন্ম হয়েছে মানুষের অধিকার আদায়ের মধ্য দিয়ে। আওয়ামী লীগের নেতৃত্বে ভাষার অধিকার, স্বাধীনতা, গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে।
তিনি আরো বলেন, নির্বাচনকে সামনে রেখে যারা শান্তি-শৃঙ্খলা, উন্নয়ন ও অগ্রগতির পথ বন্ধ করতে চায়, তারা একাত্তরের হত্যাকারী-ধর্ষণকারী, লুণ্ঠনকারী, যুদ্ধাপরাধের দোসর। পঁচাত্তরের হত্যাকারী, ২১ আগস্টের হত্যাকারী, অগ্নিসন্ত্রাসী।
এরপর উপজেলা পরিষদ কার্যালয় পরিদর্শন করেন তিনি। এসময় জেলা প্রশাসক নাহিদ রসুল, পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজুর রহমান আল-মামুন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ লুৎফর রহমান, সিরাজদীখান উপজেলা পরিষদ চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফুল আলম তানভীর, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসনিম আক্তার প্রমুখ এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন।
তথ্যসূত্র: দেশ রূপান্তর
Leave a Reply