ইস্ট ডেল্টা ইউনিভার্সিটিতে (ইডিইউ) অনুষ্ঠিত হয়েছে ইস্টার্ন ব্যাংক লিমিটেডের নিয়োগ পরীক্ষা। আজ শনিবার (২৯ অক্টোবর) অনুষ্ঠিত নিয়োগ পরীক্ষায় বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। নেটওয়ার্কিং অ্যান্ড প্লেসমেন্ট সেলের উদ্যোগে এ পরীক্ষার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ইডিইউ’র প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান সাঈদ আল নোমান বলেন, চট্টগ্রামের কর্পোরেট প্রতিষ্ঠানগুলো বিভিন্ন সময় ইস্ট ডেল্টা ইউনিভার্সিটিতে অন-ক্যাম্পাস ইন্টারভিউ আয়োজনের মাধ্যমে তাদের গুরুত্বপূর্ণ নানা পদে আমাদের শিক্ষার্থীদের নিয়োগ দিচ্ছেন। বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোর চাহিদা মেটাতে সর্বাধুনিক দক্ষতায় শিক্ষার্থীদের গড়ে তোলা হচ্ছে ইডিইউতে, যা দেশের দক্ষ জনবলের চাহিদা মেটাচ্ছে। দেশের সকল বড় প্রতিষ্ঠানের পাশাপাশি বিদেশেও বিভিন্ন প্রতিষ্ঠানে ইডিইউর গ্র্যাজুয়েটরা কর্মরত আছে।
ইডিইউর উপাচার্য অধ্যাপক মুহাম্মদ সিকান্দার খান আগতদের ধন্যবাদ দিয়ে বলেন, বাংলাদেশের অর্থনীতি ও মানবসম্পদ উন্নয়নের অন্যতম অংশীদার হলো ইস্টার্ন ব্যাংক। ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির শিক্ষার্থীদের নিয়োগদানের উদ্দেশ্যে তাদের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আগমন আমাদের অন্যান্য শিক্ষার্থীদেরও অনুপ্রাণিত করবে। দিনব্যাপী নিয়োগ কার্যক্রমে অংশগ্রহণ চাকরিপ্রত্যাশী শিক্ষার্থীদের অভিজ্ঞতার ঝুলিকে সমৃদ্ধ করবে।
এসময় ইস্টার্ন ব্যাংকের পক্ষে হেড অব পিপল’স একুইজিশন রিয়াদ হোসেইন, চট্টগ্রাম ব্রাঞ্চ এরিয়া হেড মেজবাহ উদ্দিন আহমেদ, অ্যাসোসিয়েট রিলেশনশিপ ম্যানেজার তাসকিয়া আলম ইমা, পিপল’স একুইজিশন ম্যানেজার নাজরান কবির ও পিপল’স একুইজিশন অফিসার রাকিবুল আলম উপস্থিত ছিলেন।
তথ্যসূত্র : বাংলানিউজ২৪