মুহাম্মদ নাছির উদ্দীন, লোহাগাড়াঃ উপজেলার আমিরাবাদ রাজঘাটা এলাকাসহ পার্শ্ববর্তী বিভিন্ন এলাকা থেকে প্রতিনিয়ত ময়লা-আবর্জনা ফেলার কারণে দূষণ বাড়ছে টংকাবতী খালে। আবর্জনার প্রতিবন্ধকতায় বৃষ্টির পানি সরে যেতে বিলম্ব হচ্ছে। ফলে জলাবদ্ধতা তৈরী হচ্ছে, বাড়ছে জনদূর্ভোগ। সম্প্রতি রাজঘাটা এলাকা পরিদর্শন করেছেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার মুুহাম্মদ ইনামুল হাছান।
চলতি বর্ষা মৌসুমে অতিরিক্ত বৃষ্টি হওয়ার কারণে ইতোমধ্যে লোহাগাড়ার বিভিন্ন ইউনিয়নের কয়েকটি এলাকায় পানি খাল-বিলে ঢুকে পড়েছে, অনেকের পুকুরও ডুবে গেছে।
আরও পড়ুন ডলুর তীব্র স্রোতে ভেঙ্গেছে আধুনগর-গারাঙ্গিয়া সড়ক
পরিদর্শনকালে ইউএনও স্কেভেটর দিয়ে জলাবদ্ধতা নিরসনের জন্য ময়লার স্তুপ সরিয়ে ফেলাসহ প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন।
এসময় উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বটতলী শহর পরিচালনা কমিটির আহবায়ক সালাহ উদ্দিন হিরু, আমিরাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম ইউনুচ, বটতলী শহর পরিচালনা কমিটির সদস্য শিহাব উদ্দিনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
Leave a Reply