আজ ৬ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সংগৃহীত ছবি

ডিআরইউর সভাপতি শুকুর আলী, সম্পাদক মহিউদ্দিন


অনলাইন ডেস্কঃ ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি পদে নির্বাচিত হয়েছেন সৈয়দ শুকুর আলী শুভ এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মহিউদ্দিন। সৈয়দ শুকুর আলী শুভ ৫৮২ ভোট পেয়ে ডিআরইউর সভাপতি হয়েছেন। এ পদে প্রতিদ্বন্দ্বিতা করা কবির আহমেদ খান ৩৫৭, সাখাওয়াত হোসেন বাদশা ৪২৯ ও জহিরুল হক রানা ১২ ভোট পেয়েছেন।

সাধারণ সম্পাদক পদে মহিউদ্দিন ৬০৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। এ পদে মাইনুল হাসান সোহেল ৪৭১ ও আব্দুল্লাহ আল কাফি ৩০৭ ভোট পেয়েছেন।

আজ বৃহস্পতিবার (৩০ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় ডিআরইউ প্রাঙ্গণে ভোট শেষে প্রধান নির্বাচন কমিশনার মঞ্জুরুল আহসান বুলবুল এ ফলাফল ঘোষণা করেন। এ সময় নির্বাচন কমিশনাররা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন পুলিশের হাতে সাংবাদিক লাঞ্ছিত, ডিআরইউ’র নিন্দা ও প্রতিবাদ

সহ-সভাপতি পদে ৫৫৩ ভোট পেয়ে শফিকুল ইসলাম শামীম, যুগ্ম সাধারণ সম্পাদক পদে ৭৫৭ ভোট পেয়ে মিজান রহমান, অর্থ সম্পাদক পদে ৭৬৭ ভোট পেয়ে জাকির হুসাইন, সাংগঠনিক সম্পাদক পদে খালিদ সাইফুল্লাহ ৩৮৫ ভোট, দফতর সম্পাদক পদে রফিক রাফি ৯৬৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

এছাড়া নারী বিষয়ক সম্পাদক পদে মাহমুদা ডলি, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে সুশান্ত কুমার সাহা, তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক পদে রাশিম মোল্লা, ক্রীড়া সম্পাদক পদে মাহবুবুর রহমান, অপ্যায়ন সম্পাদক পদে মোহম্মেদ ছলিম উল্লাহ মেজবাহ, কল্যাণ সম্পাদক পদে তানভীর আহমেদ নির্বাচিত হয়েছেন।

তবে অন্য কোনো প্রার্থী না থাকায় সাংস্কৃতিক সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন মনোয়ার হোসেন। কার্যনির্বাহী সদস্যের সাতটি পদে নির্বাচিত হয়েছেন—দেলোয়ার হোসেন মহিন, ফারহানা ইয়াছমিন জুঁথী, হাবিবুর রহমান, শরীফুল ইসলাম, মুহিববুল্লাহ মুহিব, রফিক মৃধা ও সাঈদ শিপন।

তথ্যসূত্র: বণিক বার্তা


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর