নিজস্ব প্রতিনিধি:
ব্র্যাক চেয়ারম্যান, সাবেক তত্বাবধায়ক সরকারের উপদেষ্টা, পিপিআরসির নির্বাহী পরিচালক, অর্থনীতিবিদ ড. হোসেন জিল্লুর রহমান চন্দনাইশে প্রতিবেশী সনাতন সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দূর্গা পূজা পরিদর্শন করে পূণ্যার্থী-পূজারীসহ হিন্দু সম্প্রদায়ের লোকজনের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। তিনি ১ অক্টোবর মহাষষ্ঠীর দিন বিকেলে পৌরসভা, বরকল, বরমা ইউনিয়নের বিভিন্ন দূর্গা মণ্ডপে যান।
এ তাঁর সাথে ছিলেন গবেষণা সংস্থা "মানুষের ঠিকানা"র নির্বাহী পরিচালক সৈয়দ শিবলী ছাদেক কফিল, চন্দনাইশ এনজিও ফোরামের সম্পাদক মো. মাহমুদুল হক, ডা. মোহাম্মদ আবু তাহের, সাংবাদিক জয়সেন বড়ুয়া, সুচিয়া শ্রীশ্রী সার্বজনীন দূর্গামন্দিরে উপস্থিত ছিলেন সভাপতি বিপ্লব চৌধুরী, সাধারণ সম্পাদক সুদীপ্ত নন্দী, যুগ্ন সম্পাদক অলক দাশ, সাংগঠনিক সম্পাদক রুবেল দত্ত, উপদেষ্টা নির্মল দে, নিখিল নন্দী বিশ্বাস, শংকর চৌধুরী, সাবেক ইউপি সদস্যা রত্না দেব, তপন হোড়, রতন দাশ ধনা, প্রবীর দাশ, প্রিয়ব্রত গোস্বামী তনু, শংকর চৌধুরী প্রমুখ।
বাইনজুরী দূর্গা মণ্ডপে উপস্থিত ছিলেন ৫ বরমা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মধুসূদন দত্ত, উপজেলা গীতা শিক্ষা কমিটির সেক্রেটারি দেবাশীষ ধর, সমাজ সেবক রতন দত্ত, পুরোহিত অসীম ভট্টাচার্য্য, হিন্দু মহজোট নেতা সুজন ধর প্রমুখ। এ সময় তিনি শারদীয় শুভেচ্ছা বিনিময় করে বলেন, বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য রয়েছে, সেটি অক্ষুন্ন রাখতে হবে। এবং এ জন্য সরকার, প্রশাসন ও জনগণ খুবই আন্তরিক। এটি ধর্মীয় অনুষ্ঠানতো বটেই, সার্বজনীন উৎসবও। কোন অবস্থাতে বিশৃঙ্খলা কাম্য নয়। এখানকার সকলে একে অপরের ভাই-বোন, বন্ধু।