অনলাইন ডেস্কঃ গণমানুষের মুখপত্র চাটগাঁর সংবাদ পত্রিকার ১১তম বর্ষপূর্তি উদযাপনে আগামিকাল শুক্রবার (২৪ নভেম্বর) চট্টগ্রাম প্রেসক্লাবে আসছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি। এদিন বিকাল ৩টায় প্রেসক্লাবের বঙ্গবন্ধু হল এ সুধী সমাবেশ, সম্মাননা প্রদান ও খ্যাতনামা শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হয়ে উপস্থিত থাকবেন তিনি।
ঢাকা জেলার বাইরে থেকে প্রকাশিত সাপ্তাহিক পত্রিকাগুলোর মধ্যে গত কয়েক বছর ধরে প্রথম স্থানে রয়েছে চাটগাঁর সংবাদ। ডিএফপিভুক্ত এই পত্রিকা অনলাইন নিউজ পোর্টাল হিসেবে সরকারিভাবে নিবন্ধিত এবং ভিডিও নিউজ করেও সুনাম অর্জন করেছে।
পত্রিকাটির বর্ষপূর্তি অনুষ্ঠানে তথ্যমন্ত্রী ছাড়াও সংসদ সদস্যবৃন্দ, উপাচার্য, দেশবরেণ্য শিল্পপতি ও সাংবাদিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিত্বগণ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
Leave a Reply