আজ ১৩ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৮শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ছবি: লোহাগাড়া উপজেলায় ভোট পর্যবেক্ষণে জেলা প্রশাসক

লোহাগাড়া উপজেলা নির্বাচন পর্যবেক্ষণে জেলা প্রশাসক


মুহাম্মদ নাছির উদ্দীন, লোহাগাড়াঃ নির্বাচন পর্যবেক্ষণের জন্য লোহাগাড়া উপজেলায় গিয়েছেন চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান।

বুধবার (৫ জুন) দুপুরের দিকে উপজেলায় পৌঁছেন তিনি। এসময় তিনি উপজেলার বেশ কয়েকটি কেন্দ্রের প্রিজাইডিং অফিসারদের সাথে কথা বলেছেন। এছাড়া নির্বাচন প্রসঙ্গে ভোটারদের সাথে কথা বলে তাদের অভিমতও জেনেছেন তিনি।

আরও পড়ুন লোহাগাড়ায় প্রস্তুত এপিসি

আজ সকাল ৮টা থেকে উৎসবমুখর পরিবেশে লোহাগাড়ায় ভোট গ্রহণ চলছে। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার লক্ষ্যে প্রশাসন তৎপর রয়েছে। শান্তিপূর্ণ পরিবেশ দেখতে পেয়ে প্রশাসন ও স্থানীয়দের প্রশংসা করেছেন জেলা প্রশাসক।

এসময় তার সাথে ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও নির্বাচন রিটার্নিং কর্মকর্তা একেএম গোলাম মোর্শেদ, সহকারি রিটার্নিং কর্মকর্তা লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ইনামুল হাছান, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নাজমুন লায়েল, লোহাগাড়ার পিআইও মাহবুব আলম শাওন ভুঁইয়া, চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি লোহাগাড়া জোনাল অফিসের ডিজিএম মো. শাহজাহান ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর