আজ ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

ছবি: বাজার মনিটরিং করছেন জেলা প্রশাসন ম্যাজিস্ট্রেট

রোজায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে জেলা প্রশাসনের বাজার মনিটরিং শুরু


অনলাইন ডেস্কঃ রোজা ও নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দাম নিয়ন্ত্রণে রাখতে রমজান মাস আসার আগেই বাজার মনিটরিং শুরু করেছে চট্টগ্রাম
জেলা প্রশাসন। শনিবার (২ মার্চ) নগরীর রিয়াজুদ্দিন বাজারে এ মনিটরিং শুরু করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব প্রতীক দত্ত। এতে উপস্থিত ছিলেন কৃষি বিপণন কর্মকর্তা জনাব মোর্শেদ কাদের এবং কোতোয়ালি থানা পুলিশের একটি দল।

এসময় বাজারটিতে মূল্য তালিকা প্রদর্শন না করা, ক্রয় বিক্রয় রশিদ না থাকাসহ বিভিন্ন অসংগতি পেয়েছে অভিযান পরিচালনাকারী দল। তবে আজ এ কর্মসূচির প্রথম দিন হওয়ার কারনে কোনো জরিমানা ছাড়াই বাজার মনিটরিং শেষ করেন তারা।

আরও পড়ুন বাজারে মূল্য তালিকা প্রদর্শন না করলে আইন প্রয়োগ করছে চসিক

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত বলেন, ‘বাজারে পেঁয়াজ আলুসহ সবজির বাজার মোটামুটি সহনীয় পর্যায়ে রয়েছে। খেঁজুর এবং ফলের দাম একটু বাড়তি রয়েছে। যদি কেউ বেশী মজুদ করে অথবা যে কোনো অসাধু উপায়ে দাম বাড়াতে চান তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। গোয়েন্দা সংস্থাগুলো তৎপর রয়েছে। তথ্য পাওয়া মাত্রই ব্যবস্থা নেয়া হবে।’

এ প্রসঙ্গে জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, ‘পবিত্র রমজানে কোনো অসাধু কারসাজি যেন না হয় সে বিষয়ে আমরা সতর্ক রয়েছি। পণ্যের কৃত্রিম সংকট সৃষ্টি করে কেউ অসাধু উপায়ে মুনাফা লাভ করতে পারবে না। বাজারে আমাদের কঠোর নজরদারি অব্যাহত থাকবে।’


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর