নিজস্ব প্রতিবেদক
চন্দনাইশের বরমা শম্ভু-লক্ষ্মী ট্রাস্টের উদ্যোগে এবং ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও কুইন সোপ এন্ড ক্যামিকেল ইন্ডাস্ট্রিজ’র এমডি শ্রী রুবেল দেবের সৌজন্যে বরমা ও নিকটস্থ গ্রাম মাইগাতা, বাতাজুরি, বাইনজুরি, রাউলিবাগ, সেবন্দী, চরবরমা ও ধামাইরকুলের দুস্থ-শীতার্থ মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।
সোমবার (১৫ জানুয়ারি) সকালে বরমা শম্ভু-লক্ষ্মী কুঠিরে অনুষ্ঠিত কম্বল বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শ্রী রুবেল দেব এবং সঞ্চালনা করেন জুয়েল দেব। এ সময় উপস্থিত ছিলেন ট্রাস্টের পৃষ্ঠপোষক ও সমাজ হিতৈষী দানবীর শ্রীমতি লক্ষ্মী দেব, বরমা উন্নতমান সরকারি প্রাথমিক বিদ্যালয় পিটিএর সাবেক সভাপতি সাংবাদিক সৈয়দ শিবলী ছাদেক কফিল, সম্রাট দেব, স্থানীয় আওয়ামীলীগ নেতা স্বপন দাশ, আমির হোসেন মেম্বার, বরমা প্রেসক্লাবের সেক্রেটারি রাজীব আচার্য্যসহ স্থানীয় শিক্ষক, রাজনীতিক, সাংবাদিক, সমাজসেবক ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এতে এলাকার ২ শতাধিক দুস্থ-শীতার্ত লোককে শম্ভু-লক্ষ্মী ট্রাস্টের শীতকালীন উপহার কম্বল প্রদান করা হয়।
এ সময় তাঁরা বলেন, নিজেদের আয়ে প্রতিবেশী দুস্থ, গরীব, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষেরও অধিকার রয়েছে। তাই, তাদের মৌলিক অধিকার পূরণে সমাজের বিত্তশালীদের এগিয়ে আসতে হবে।
Leave a Reply