আজ ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ইডেন নূর কমিউনিটি স্কুলে

ইডেন নূর কমিউনিটি স্কুলের শিক্ষার্থীদের মাসিক রেশন বিতরণ


অনলাইন ডেস্কঃ চট্টগ্রামের হাটহাজারী উপজেলার শিকারপুর ইউনিয়নের ইডেন নূর কমিউনিটি স্কুলের শিক্ষার্থীদের মাসিক রেশন বিতরন করা হয়েছে।

সোমবার (২ অক্টোবর) বিকালে স্কুল প্রাঙ্গনে মাসিক রেশন বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোহাম্মদ খালেদ মাহমুদ। এ সময়
আরও উপস্থিত ছিলেন ১৪ নং শিকারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল খালেক, ইডেন নূর ইংলিশ স্কুলের ভাইস-প্রিন্সিপাল মো. ইয়াসিন সেলিম, ইডেন নূর ইনস্টিটিউট অব টেকনোলজির ভাইস-প্রিন্সিপাল ইঞ্জিনিয়ার মো. জামিল উদ্দিন,ইডেন নূর কমিউনিটি স্কুলের সহকারী শিক্ষক অনিক ঘোষ, কুলসুমা আক্তারসহ ছাত্র-ছাত্রীদের অভিবাবক বৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এসময় মোহাম্মদ খালেদ মাহমুদ ছাত্র-ছাত্রীদের অভিবাবকদের উদ্দেশে বলেন,‘আপনাদের সন্তানেরা বাসায় ঠিকভাবে পড়ালেখা করছে কী না সেইটা দেখার বা মনিটরিং করার দায়িত্ব আপনাদের নিতে হবে; এর বাইরে বই-খাতা পড়ালেখার যাবতীয় খরচ, স্কুলের পোশাক, মাসিক রেশন সহ অন্যান্য সকল দায়িত্ব ইডেন নূর কমিউনিটি স্কুল কর্তৃপক্ষের। আমরা ইডেন নূর কমিউনিটি স্কুল কর্তৃপক্ষ চাই আমাদের সমাজের সুবিধাবঞ্চিত শিশুরা যেন শিক্ষার মত মৌলিক অধিকার থেকে বঞ্চিত না হয় এবং সমাজে যেন তারা ভালোভাবে প্রতিষ্ঠিত হতে পারে।’

উল্লেখ্য, ইডেন নূর কমিউনিটি স্কুলে ৪৮ জন ছাত্র-ছাত্রী বিনা বেতনে অধ্যয়নরত আছে। এ সকল ছাত্র-ছাত্রীদের বই-খাতা, পোষাক, শিক্ষা সামগ্রী সহ যাবতীয় খরচ ইডেন নূর কমিউনিটি স্কুল কর্তৃপক্ষ বহন করে। স্কুল কর্তৃপক্ষ সকল ছাত্র-ছাত্রীর মাঝে প্রতি মাসে রেশন বিতরণ করে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর