ওসমান হোসাইন, কর্ণফুলী:
জনতা ব্যাংক লিমিটেড রিজিওনাল স্টাফ কলেজ চট্টগ্রাম,কেন্দ্র আয়োজিত মাসব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি শেষ হয়েছে।
সম্প্রতি অনুষ্ঠিত হওয়া SEIP কতৃক বাংলাদেশ ব্যাংক সার্বিক সহযোগিতায়,জনতা ব্যাংক লিমিটেড আয়োজিত ২৫জন উদ্যোক্তা প্রশিক্ষণ সমাপনী সনদ বিতরণ বিগত ২৫ আগস্ট সকাল ১০ঘটিকায় উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠান জনতা ব্যাংক রিজিওনাল স্টাফ কলেজ চট্টগ্রাম এর এজিএম দিল মোহাম্মদ, সভাপতিত্বে।
জনতা ব্যাংক রিজিওনাল স্টাফ কলেজ চট্টগ্রাম এর সিনিয়র প্রিন্সিপাল অফিসার রাজীব বণিক প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
উক্ত উদ্যোক্তা সমাপনী অনুষ্ঠানে
প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ ব্যাংক, চট্টগ্রামের ডিরেক্টর আরিফ হোসাইন খান,
বিশেষ অতিথি, বাংলাদেশ ব্যাংক, ঢাকার এডিশনাল ডিরেক্টর মোঃ আরিফুজ্জামান,
বাংলাদেশ ব্যাংক, ঢাকার জয়েন্ট ডিরেক্টর মোঃ জাহিদ ইকবাল,জনতা ব্যাংক লিমিটেড, বিভাগীয় কার্যালয়, চট্টগ্রাম এর মহাব্যবস্থাপক মোঃ আশরাফুল আলম।
উপস্থিত ছিলেন ও স্বাগত বক্তব্য রাখেন,জনতা ব্যাংক রিজিওনাল স্টাফ কলেজ চট্টগ্রাম,সিনিয়র প্রিন্সিপাল অফিসার বিপ্লব মহাজন, প্রিন্সিপাল অফিসার আল ফয়সাল।
উদ্যোক্তার মধ্যে বক্তব্য রাখেন মুহাম্মদ ওসমান হোসাইন,মোসবির হোসেন,মাসুদ পারভেজ,মৌমিতা,নাসরিন সুলতানা,তাসলিমা প্রমূখ।
প্রধান অতিথি বলেন তরুণ সমাজ কে বাদ দিয়ে উন্নয়ন সম্ভব না। তাই তরুণ শিক্ষিত সমাজ চাকরির পিছনে না ছুটে উদ্যোগ গ্রহণ করে উদ্যোক্তা হিসাবে নিজকে প্রতিষ্টিত করা ছাড়া বিকল্প নেই। তাই প্রশিক্ষণ ছাড়া কোন কিছু করা সম্ভব না,আশা করি উন্নত দেশের যাত্রায় উদ্যোক্তারা বিশেষ ভুমিকা রাখবে ইনশাআল্লাহ ।
মাসব্যাপি উদ্যোক্তা প্রশিক্ষণপ্রাপ্ত ২৫জন উদ্যোক্তার মাঝে সনদপত্র বিতরণ করেন,
পরে উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য প্রদর্শনী অনুষ্টিত হয়।