নিজস্ব প্রতিনিধি:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ফটিকছড়ি উপজেলা বিএনপির আহ্বায়ক কর্ণেল আজিম উল্লাহ বাহারের পরামর্শক্রমে হারুয়ালছড়ি ইউনিয়ন বিএনপির উদ্যোগে হারুয়ালছড়িতে বন্যার্তদের মাঝে ২৪ আগষ্ট শনিবার প্রথম পর্যায়ে উপহার সামগ্রী বিতরণ করা হয়।
এতে সার্বিক তত্ত্বাবধানে উপস্থিত ছিলেন হারুয়ালছড়ি বিএনপির সদস্য সচিব ও ফটিকছড়ি উপজেলা বিএনপির সদস্য মুহাম্মদ হাসান,ইউনিয়ন বিএনপির সাবেক সহ সভাপতি সাগর চৌধুরী, সাবেক যুগ্ম সম্পাদক এডভোকেট ইয়াকুব আলী সিফাত, ফটিকছড়ি উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এইচ.এম.সাইফুদ্দীন, হারুয়ালছড়ি যুবদলের সদস্য সচিব হাবিবুর রহমান লোকমান, প্রবাসী নেতা লোকমান, আলাউদ্দিন প্রমুখ,
হারুয়ালছড়ি ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মোহাম্মদ হাসান বলেন, ভারি বন্যায় ফটিকছড়ির বিভিন্ন ইউনিয়নে প্রচুর ক্ষয়-ক্ষতি হয়েছে, বন্যার কবলিত এলাকায় বন্যার্তদের পাশে সমর্থ অনুযায়ী সবাইকে পাশে থাকার প্রয়োজন।