ফটিকছড়ি প্রতিনিধি: শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে শিক্ষা সামগ্রী (বই, খাতা, কলম, ইত্যাদি) বিতরণ করেছে ফটিকছড়ি জনকল্যাণ পরিষদ।
শনিবার (২৯ জুলাই) সংগঠনটির সাধারণ সম্পাদক চৌধুরী খালিদ বিন সরওয়ারের পাঠানো সংবাদ বিবৃতি থেকে এ তথ্য জানা গেছে।
বিবৃতিতে জানানো হয়, উপজেলার হরিনমারায় সতিবী কুম্বরাম ত্রিপুরা পল্লী ডিসি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি এস এম নজরুল ইসলাম, সহ-সভাপতি এডভোকেট খোরশেদুল আলম টিপু, সাধারণ সম্পাদক চৌধুরী খালিদ বিন সরওয়ার, তথ্য ও প্রযুক্তি সম্পাদক এডভোকেট মঈন উদ্দিন, ক্রীড়া সম্পাদক রাহাত আলম চৌধুরী, দপ্তর সম্পাদক মোহাম্মদ আইয়ুব, মহিলা সম্পাদিকা রাজিয়া সুলতানা প্রমুখ।
Leave a Reply