আজ ১৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

রাঙ্গুনিয়ায় দ্যা স্টুডেন্ট সোসাইটি অব চট্টগ্রামের শিক্ষা সামগ্রী বিতরণ


নুরুল আবছার চৌধুরী, চট্টগ্রাম উত্তর সংবাদদাতা:

রাঙ্গুনিয়া উপজেলায় অসহায় অসচ্ছল শিক্ষার্থীদের নিয়ে শিক্ষা সামগ্রী বিতরণ উৎসবের আয়োজন করেছে চন্দ্রঘোনার সামাজিক সংগঠন দ্যা স্টুডেন্ট সোসাইটি অব চট্টগ্রাম। শনিবার (১২ অক্টোবর) বিকেলে চন্দ্রঘোনার একটি কমিউনিটি সেন্টারে এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ব্যবসায়ী আব্দুল মালেক তালুকদার। প্রধান অতিথি ছিলেন পাহাড়িকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ফজলুল করিম।

সংগঠনের যুগ্ম আহবায়ক কলিমউল্লাহ’র সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. মহিউদ্দিন, প্রধান আলোচক মানবাধিকার নেতা সাংবাদিক নুরুল আবছার চৌধুরী, মো. কবির হোসেন, শিক্ষক ওমর ফারুক, আব্দুল মাবুদ, নয়ন সরকার, মাওলানা হারুন, সংবাদকর্মী ইসমাঈল হোসেন, শিক্ষক নয়ন সরকার, বিশ্বজিৎ, মো. আলমগীর প্রমুখ। সংগঠনের পক্ষ থেকে বক্তব্য দেন সাইফুল ইসলাম পারভেজ, ওয়াহিদুল ইসলাম, জাহেদুল ইসলাম, মাহমুদুল হাসান, মো. আশিক, মো. আইয়ুব, ইসমাঈল হোসেন হৃদয়, শেষে ৫০জন শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। উল্লেখ্য, চার বছর ধরে তাদের এই কার্যক্রম ধারাবাহিকভাবে চলমান রয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর