অনলাইন ডেস্কঃ প্রচণ্ড তাপদাহে শ্রমজীবী ও পথচারীদের জন্য চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরীর পক্ষে সুপেয় পানি ও শরবত বিতরণ করছেন ভারপ্রাপ্ত মেয়র মোহাম্মদ গিয়াস উদ্দিন।
আরও পড়ুন জাপানের অভিজ্ঞতা বাংলাদেশের উন্নয়নের পথপ্রদর্শক: চসিক মেয়র
রবিবার (২৮ এপ্রিল) নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে এ কর্মসূচি পালন শুরু হয়েছে। এর মাধ্যমে নগরীর মেহনতি মানুষের স্বাস্থ্যঝুঁকি কিছুটা হলেও কমবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
শরবত বিতরণকালে গিয়াস উদ্দিন বলেন, ‘সুর্য সরাসরি বিষুবরেখার উপর অবস্থানের কারণে দেশের বিভিন্ন স্থানে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। এই ধারাবাহিকতা আরো কয়েকদিন থাকবে। তাপমাত্রা ৩৫ থেকে ৪০ ডিগ্রীতে উঠানামা করবে। এ তাপমাত্রা উঠানামার কারণে ডি-হাইড্রেশন ও সান স্ট্রোক হওয়ার আশঙ্কা রয়েছে। তাই নগরবাসীকে যথাসম্ভব ঘরে থাকা ও পরিমান মতো পানি পান করার আহ্বান জানাচ্ছি আমরা।