সৈয়দ শিবলী ছাদেক কফিল:
চন্দনাইশে বন্যা দূর্গতদের উপজেলা পরিষদের উদ্যোগে ঢেউটিন ও অনুদান বিতরণ করা হয়। ঢেউটিন ও অনুদানের চেক বিতরণ করেন চন্দনাইশ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ আবদুল জব্বার চৌধুরী ও চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা বেগম।
এ উপস্থিত ছিলেন চন্দনাইশ উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহিদুল ইসলাম জাহাঙ্গীর, মহিলা ভাইস চেয়ারম্যান এড কামেলা খানম রূপা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রিয়াদ হোসেন, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক হেলাল উদ্দিন চৌধুরী প্রমুখ।
এ সময় ৭০ বান ঢেউটিন এবং ২ লক্ষ ১০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।