আজ ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

কর্ণফুলীতে শীতার্তদের মাঝে কোডেক শীত বস্ত্র বিতরণ


নিজস্ব প্রতিনিধি

কর্ণফুলী উপজেলায় অসহায় গরীব শীতার্ত মানুষদের মাঝে শীত বস্ত্র কম্বল বিতরণ করা হয়। ১৪ জানুয়ারি (রবিবার) সকাল ১০ ঘটিকায় কর্ণফুলী উপজেলা বেসরকারি সংস্থা’কোডেক’ এনজিও ব‍্যবস্থাপক সজল দাশের সভাপতিত্বে শীত বস্ত্র কম্বল বিতরণ অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকা ব্যবস্থাপক মো: অলি উল্যাহ,কর্ণফুলী থানার সাব ইন্সপেক্টর সেকান্তর মিয়া, উপজেলা এনজিও সমন্বয়ক ও সুকন‍্যা সিইও মুহাম্মদ ওসমান হোসাইন।

কর্ণফুলী শাহামীরপুর শাখা কোডেক সামাজিকভাবে দুস্থদের পাশে ঋণ বিতরণ মাধ্যমে উদ্যোক্তা সৃষ্টি জন্য কাজ করে যাচ্ছে। পাশাপাশি সমাজের দুস্থদের বিভিন্ন সহযোগিতা করে আসছে বলে জানান। সারা দেশ যখন শীতার্ত মানুষ কাঁপছে তখন সামাজিক দায়বদ্ধতা থেকে অসহায় দুস্থদের পাশে কর্ণফুলীতে শীত বস্ত্র কম্বল বিতরণ করা হয়।

কোডেক ব্যবস্থাপক সজল দাশ বলেন আমরা সামাজিকভাবে আরো বিভিন্ন কার্যক্রম কর্ণফুলী উপজেলায় সর্বস্তরের জনসাধারণের জন্য করে যাবো। স্মার্ট বাংলাদেশ করতে সরকারের পাশাপাশি বেসরকারি এনজিওগুলো যদি এভাবে এগিয়ে আসে তাহলে বাংলাদেশের মানুষের কষ্ট লাগব হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর