সৈয়দ শিবলী ছাদেক কফিল:
চন্দনাইশে ২০২৩-২৪ অর্থবছরে প্রণোদনা কর্মসূচির আওতায় ৩৫০০ জন কৃষকের মাঝে বিনামূল্যে নারিকেলের চারা বিতরণ শুরু হয়েছে। ১১ জুন মঙ্গলবার উপজেলা কৃষি অফিসের আয়োজনে প্রতিজন কৃষকের মাঝে পাঁচটি করে নারিকেলের চারা বিতরন করা হচ্ছে। উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা বেগমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) এডভোকেট কামেলা খানম রূপা। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. আজাদুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সৈয়দ ইশতিয়াক আহমদ আরিফ।
এছাড়াও কৃষক-কৃষানীকে ২০২৩-২৪ অর্থবছরে খরিফ-২/২০২৪-২৫ মৌসুমে রোপা আমন ধানের উচ্চ ফলনশীল (উফশী) জাতের বীজ ও রাসায়নিক সার বিতরন করা হয়েছে। প্রতিজন কৃষক-কৃষানীকে ৫কেজি উফশী আমন ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়।