সৈয়দ শিবলী ছাদেক কফিল:
সনাতন সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দূর্গা পূজা চন্দনাইশে বিপুল উৎসাহ উদ্দীপনা, ভাবগাম্ভীর পরিবেশে সুষ্ঠু, সুন্দর ও সুশৃঙ্খলভাবে পালিত হচ্ছে। এবারে ১৩৩টি পূজা মণ্ডপে প্রশাসনের পক্ষ থেকে ভোগ্যপন্য চাল দেয়া হয়। উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মাহমুদা বেগম, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা, সেনাবাহিনীর কমাণ্ডিং অফিসার, থানার অফিসার ইনচার্জ ইমরান আল হোসাইন, পিআইও মোহাম্মদ আলমগীর, আনসার ভিডিপি কর্মকর্তা মুহাম্মদ জাকির হোসেন সার্বক্ষণিক তদারকি করছেন।
পূজা চলাকালে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)'র প্রেসিডেন্ট সাবেক মন্ত্রী আলহাজ্ব ডক্টর কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম ও প্রেসিডিয়াম সদস্য আলহাজ্ব অধ্যাপক ওমর ফারুক (সানি)'র নেতৃত্বে এলডিপি পূজা পরিদর্শন টিম প্রতিদিন পূজা পরিদর্শন করে হিন্দু ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এছাড়াও বিএনপি, চট্টগ্রাম দক্ষিণ জেলা পূজা উদযাপন পরিষদ, চন্দনাইশ উপজেলা পূজা উদযাপন পরিষদ, সিপিবি, খেলাঘর, হিন্দু জোট, খেলাঘর আসরসহ বিভিন্ন সংগঠন পরিদর্শন ও শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন।
গাছবাড়ীয়া সার্বজনীন হরিমন্দিরের গত ১০ অক্টোবর বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)'র প্রেসিডেন্ট সাবেক মন্ত্রী আলহাজ্ব ডক্টর কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম। হরিমন্দির পূজা উদযাপন পরিষদের সভাপতি ডা. মিলন কান্তি ধরের সভাপতিত্বে ও স্থায়ী কমিটির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ভবশংকর ধরের সঞ্চালনায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন চন্দনাইশ উপজেলা পূজা উদযাপন পরিষদের প্রাক্তন সভাপতি অরূপ রতন চক্রবর্তী। বিশেষ অতিথি ছিলেন এলডিপির প্রেসিডিয়াম সদস্য আলহাজ্ব অধ্যাপক ওমর ফারুক সানি, চন্দনাইশ পৌরসভার সাবেক মেয়র আইয়ুব কুতুবী, চন্দনাইশ উপজেলার সাবেক চেয়ারম্যান জসিম উদ্দিন আহমেদ, চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমরান আল হোসাইন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আবদুর রহীম বাদশা, লায়ন ড. শ্রীরাম আচার্য্য, চন্দনাইশ উপজেলা পূজা উদযাপন পরিষদের প্রাক্তন সভাপতি বিজয় কৃষ্ণ ধর, চন্দনাইশ উপজেলা এলডিপির সভাপতি মোতাহার মিয়া, সাধারণ সম্পাদক আলহাজ্ব আকতার আলম, পৌরসভা এলডিপির সভাপতি এম আইনুল কবির, সাধারণ সম্পাদক আক্তার উদ্দিন, দোহাজারী পৌরসভা এলডিপির সভাপতি লিয়াকত আলী, চন্দনাইশ পৌরসভা গণতান্ত্রিক যুবদলের সভাপতি মো. মহিউদ্দিন, এলডিপি নেতা আজম খান, মনজুর মোহাম্মদ, চট্টগ্রাম দক্ষিণ জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রুবেল দেব, সাবেক সাধারণ সম্পাদক পরিমল দেব, চন্দনাইশ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অলক কুমার দে, সাধারণ সম্পাদক বিকাশ চন্দ্র দে, স্থায়ী কমিটির সভাপতি ড. বিধান ধর, স্বপন ধর, কৃষ্ণ ধর, বিকাশ ধর, ত্রিদিপ ধর, চন্দ্র ধর, সুচিয়ার বিপ্লব চৌধুরী, ইউপি মেম্বার মধুসূদন দত্ত, জামিজুরী পলাশ দত্ত, ভবতোষ শীল, শেভরন হাসপাতালের এমডি গনেশ দাশ প্রমুখ।
এ সময় ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম সনাতনী সম্প্রদায়কে শারদীয় শুভেচ্ছা জানিয়ে ও আনন্দ উৎসাহের মধ্যদিয়ে দুর্গাপূজা উদযাপন করার আহবান জানিয়ে বলেন, এই দেশে সকল সম্প্রদায় মানুষের সমান অধিকার রয়েছে।