সরওয়ার কামাল, মহেশখালী
মহেশখালীতে ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে মানবিক সহায়তা হিসাবে নগদ অর্থের চেক বিতরণ করা হয়েছে। ১৬ই জুলাই সকাল ১১টায় মহেশখালী উপজেলা পরিষদ হলরুমে মহেশখালী উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ তাছবীর হোসেনের সভাপতিত্বে মহেশখালী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ কাউছার আহমেদের পরিচালনায় চেক বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- মহেশখালী- কুতুবদিয়া আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব আশেক উল্লাহ রফিক, বিশেষ অতিথি ছিলেন- মহেশখালী থানার ওসি সুকান্ত চক্রবর্তী।
এছাড়াও মহেশখালী উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
Leave a Reply