আহসান উদ্দীন পারভেজ:
সাতকানিয়া পৌরসভা সাংস্কৃতিক কেন্দ্র পরিচালিত ছোটদের শুদ্ধ উচ্চারণ গল্প বলা আবৃত্তি শেখার ৫ম ব্যাচের প্রশিক্ষণ গ্রহণকারীদের সনদপত্র বিতরণ অনুষ্ঠানটির সমাপনী অনুষ্ঠান হলো গত ১২ জুলাই। কর্মশালায় সাতকানিয়া পৌরসভার বিভিন্ন স্কুলের প্রায় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
কর্মশালায় স্বনামধন্য ও দক্ষ প্রশিক্ষকদের তত্ত্বাবধানে- শুদ্ধ উচ্চারণ, বাচনিক উৎকর্ষ, উপস্থাপনা ও আবৃত্তির প্রশিক্ষণ দেওয়া হয়। সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষনার্থীদের সার্বিক মূল্যায়নে সার্টিফিকেট ও ক্রেস্ট প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে সাতকানিয়া পৌরসভার মেয়র মোহাম্মদ জোবায়ের এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাধীনতা পদকপ্রাপ্ত বীর মুক্তিযুদ্ধ ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দ সৈনিক আশরাফুল আলম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক সাইফুল আলম বাবুল, বিশিষ্ট শিক্ষাবিদ আ.ফ.ম মোদাচ্ছের আলী, চট্টগ্রাম সম্মিলিত আবৃত্তি জুটের সাধারণ সম্পাদক মোহাম্মদ মুজাহিদুল ইসলাম, পৌরসভা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক ফরহাদুল ইসলাম,সাবেক ছাত্রনেতা মোহাম্মদ আরিফ, অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌরসভা বাজার কর কর্মকর্তা মোহাম্মদ এনাম এবং এছাড়াও সাতকানিয়া উপজেলা এবং পৌরসভার আবৃত্তি ও সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।
Leave a Reply