সাদ্দাম হোসেন
চট্টগ্রামে ব্যাংকার্স এম্বিশন ক্লাবের বৃত্তি পরীক্ষায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের থেকে অংশগ্রহণকারী বিজয়ী ৬০ শিক্ষার্থীদের মাঝে সনদ ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
আজ সকাল দশটায় চট্টগ্রাম প্রেসক্লাবে বঙ্গবন্ধু হল রুমে আয়োজিত সনদ ও পুরস্কার বিতরণীয় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন,ব্যাংকার্স এম্বিশন ক্লাবের সভাপতি মোঃ এমরাজ উদ্দীন চৌধুরী পারভেজ, অর্থ সম্পাদক কৌশিক দাসের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চট্টগ্রাম দক্ষিণ ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড এর জোনাল হেড মোঃ কামাল উদ্দিন, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অপারেশন ম্যানেজার আলহাজ্ব আমির হোসাইন, জে এস এফ বিল্ডার্স এর চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল জলিল চৌধুরী, এস আলম গ্রুপের পি এস টু পিয়ারু, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অধ্যাপক ডাঃ ইসমাইল হোসাইন স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের ম্যানেজার মোঃ মাহমুদ আলম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহযোগী অধ্যাপক মোঃ আব্দুল্লাহ আল হাসান, সাউদার্ন বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক রাশেদুল হাসান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের ম্যানেজার সাইফুল আলম,ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড ম্যানেজার মোহাম্মদ আব্দুর রহিম,ম্যানেজার মোহাম্মদ মামুনুর রশিদ, মাসুমা ফাউন্ডেশন এর চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ সেলিম, ব্যাংকার ও তরুণ সমাজসেব
খোরশেদ আলম, জামাল উদ্দিন চৌধুরী(বাদল),হাজিগাঁও উচ্চ বিদালয়ের শিক্ষক মোঃ মহিউদ্দিন, চাক্তাই খাতুনগঞ্জ আড়তদার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মহিউদ্দিন, সিটি কর্পোরেশনের কর্মকর্তা মোঃ শাহ আলম, আরিয়ান এগ্রো ফার্ম চেয়ারম্যান মোঃ মঞ্জুর হাছান,জামশেদুল আলম, ব্যাংকার্স এম্বিশন ক্লাবের সাধারণ সম্পাদক আখতারুজ্জামান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোঃ জসিম উদ্দিন সহ অনেকে বক্তব্য রাখেন।
এই সময় উপস্থিত ছিলেন উপস্থাপনা শান্তা সেন গুপ্তা, রাশেদুল বারী চৌধুরী জুয়েল, উপদেষ্টা মন্ডলী আব্দুল হামিদ, মীর মহিউদ্দিন, কপিল সিকদার, বিষ্ণু নন্দী, মোঃ রিজওয়ান, মোঃ রিয়াদ, আব্দুল মান্ন মিল্টন দে সহ প্রমুখ। অনুষ্ঠান শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে সনদ ও পুরস্কার তুলে দেন অতিথিরা।
Leave a Reply