নিজস্ব প্রতিবেদক: মানবতা বোধ জাগ্রত হোক বিবেকের তাড়নায়-এই প্রতিপাদ্য নিয়ে পতেঙ্গায় ভারটেক্স অফ-ডক লজিস্টিক সার্ভিসেস লিমিটেডের উদ্যোগে বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) ডিপোর মাঠে দুস্থ ও এতিমদের মাঝে ৫ হাজার কম্বল বিতরণ করা হয়েছে।
ডিপো ম্যানেজার শেখ মোয়াজ্জেম হোসেন উক্ত কার্যক্রমের উদ্বোধন করেন। এতে নগরীর ৩৭, ৩৮ ও ৪০ নং ওয়ার্ডের হাজার অসহায় শীতার্তদের কম্বল নিতে দেখা যায়।
এতে আরও উপস্থিত ছিলেন ডিপোর মো. কাউছার আলম, ডিপো এডমিন সুনায়ন বডুয়া, সিএসডি ইনচার্জ সালে আহমদ শাহিন, সি ইউনিট আওয়ামী লীগে সভাপতি মোজাহের, হুমায়ুন কবির, ৪০নং যুবলীগের সভাপতি নজরুল ইসলাম, কমিশনের একান্ত সচিব সাইফুদ্দিন রবি, হিন্দু-বৌদ্ধ পরিষদের সদস্য লিটন চৌধুরী, কাজল চৌধুরী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।