চাটগাঁর সংবাদ ডেস্ক
পথের ধারে রাত কাটানো অসহায় হতদরিদ্র মানুষেরাই বুঝে এই হাড় কাঁপানো শীতে রাত কাটানোর কষ্ট কতটুকু। এই সকল অসহায় মানুষের কথা চিন্তা করে চট্টগ্রাম শহরে শীতার্ত মানুষের কল্যাণে কাজ করে চলেছেন অনেক দাতব্য সংস্থা এবং রাজনৈতিক অঙ্গনের নেতা কর্মীরা।
এরই ধারাবাহিকতায় রবিবার দিবাগত রাত (২২ জানুয়ারি) ১২টা তখন, পড়ছিল কনকনে শীত। চট্টগ্রাম শহরের চকবাজার এলাকায় পথের ধারে রাত্রি যাপন করা অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন চট্টগ্রামের মোহরার প্রচার বিমুখ গুণিজন জনাব মোঃ আলী আক্তার (জেসিও) অব. বাংলাদেশ নেভি, মোঃ এনামুল হক মিঠু (ডিজিএম অপারেশন) এইচ এস এ টি, কনটেইনার ইয়ার্ড চট্টগ্রাম এবং তাদের ছায়া অনুসরণকারী সাংবাদিক মোহাম্মদ রেজাউল করিম, বৈশাখী নিউজ ২৪.নেট এর চট্টগ্রাম প্রতিনিধি সহ প্রমুখ। তারা বলেন, দেশকে এগিয়ে নিতে সম্মিলিত ভাবে কাঁধে কাঁধ রেখে জনগণের কল্যাণে কাজ করার মাঝেই মিলবে আসল সুখ।
Leave a Reply