অনলাইন ডেস্কঃ জমা বৃদ্ধির প্রতিবাদে চট্টগ্রামে সভা করেছেন সিএনজিচালিত অটোরিকশা শ্রমিকেরা। সম্প্রতি নগরীর লাভলেইনের সাংবাদিক ইউনিয়ন হল এ সভাটি অনুষ্ঠিত হয়।
চট্টগ্রাম অটোরিকশা-অটোটেম্পো শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে ও যুগ্মসম্পাদক মো. ওমর ফারুকের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জনাব মো. হারুনুর রশীদ।
এসময় হারুনুর রশীদ বলেন, ‘সরকার কর্তৃক প্রকাশিত গেজেটে সিএনজি অটোরিকশা মালিকের দৈনিক জমা ৯০০ টাকা নির্ধারণ করা হয়েছে। কিন্তু চট্টগ্রাম মহানগরীর সিএনজি অটোরিকশা মালিকগণ সরকারের গেজেটকে
বৃদ্ধাঙ্গুলী জমা ৯০০ টাকার পরিবর্তে ১ হাজার টাকা করেছে। কোথাও কোথাও আরো বেশি করে আদায় করছে। যা সড়ক পরিবহন আইন ২০১৮ এর ধারা ৩৫ এর সুস্পষ্ট লঙ্ঘন ও শাস্তিযোগ্য অপরাধ।
তিনি বলেন, ‘আমাদের ইউনিয়নের পক্ষ থেকে এর আগেও আমরা বহুবার প্রতিবাদ সভা-সমাবেশ ও বিক্ষোভ মিছিলের মাধ্যমে মালিকের দৈনিক জমা বৃদ্ধি করে না নেওয়ার জন্য আহ্বান জানিয়েছিলাম। কিন্তু মালিকপক্ষ আমাদের আহ্বানে সাড়া না দিয়ে জমার ক্ষেত্রে বেশি টাকা হাতিয়ে নিচ্ছে।’
আরও পড়ুন মহান মে দিবসে চট্টগ্রামে সকাল-সন্ধ্যা গণপরিবহণ বন্ধ রাখার সিদ্ধান্ত
এতে আরো বক্তব্য রাখেন যুগ্মসম্পাদক মো. সোলায়মান, মো. জসিম উদ্দিন, মো. সিরাজ, মো. শাহাবুদ্দিন, মো. হাসান মোল্লা, মো. ইমরান, মো. কামাল হোসেন ভাণ্ডারী, মো. লোকমান, মো. ছাদেক, মো. জসিম, মো. রুবেল প্রমুখ।
ইউনিয়ন নেতৃবৃন্দগণ মালিকদের উদ্দেশে হুশিয়ারি দিয়ে বলেন, ‘যদি আগামী ১৫ দিনের মধ্যে মালিকপক্ষ বর্ধিত হারে জমা নেওয়া বন্ধ না করেন, তাহলে বৃহত্তর আন্দোলনের মাধ্যমে তা প্রতিহত করা হবে এবং এজন্য উদ্ভুত পরিস্থিতির সকল দায়-দায়িত্ব মালিকপক্ষকেই বহণ করতে হবে।’