অনলাইন ডেস্কঃ ভাষা শহিদদের স্মরণে চট্টগ্রাম কর আইনজীবী সমিতির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) আগ্রাবাদে সমিতিটির কার্যালয়ে (সি.জি.ও বিল্ডিং-১) আলোচনা সভার প্রারম্ভে পবিত্র কোরআন তেলাওয়াত করেছেন সমিতির কার্যনির্বাহী সদস্য মো. শাখাওয়াত হোসেন (জুয়েল) এবং গীতাপাঠ করেছেন অ্যাডভোকেট বাবু রতন দাশ। এসময় ভাষা শহিদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল ও মোনাজাত করা হয়। এছাড়া সমিতির প্রতিষ্ঠালগ্ন থেকে বর্তমানকাল অবধি যেসব সদস্য মৃত্যুবরণ করেছেন তাদের সকলের আত্মার মাগফেরাত কামনা করা হয় এবং যারা অসুস্থাবস্থায় রয়েছেন তাদের সুস্থ্যতার লক্ষ্যে দোয়া করা হয়।
আরও পড়ুন আয়কর রিটার্ন: লক্ষ্যমাত্রার ১ তৃতীয়াংশ এখনও অধরা
আলহাজ্ব মো. আবু তাহেরের সভাপতিত্বে ও চৌধুরী খালিদ বিন সরওয়ারের (জনী) যুগ্ম সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সমিতির সাবেক সভাপতি মুহাম্মদ আবদুল মালেক, আলহাজ্ব মো. আখতার উদ্দিন, আলহাজ্ব মোহাম্মদ মুছা, অ্যাডভোকেট মোস্তফা কামাল মনসুর, অ্যাডভোকেট মো. ওমর ফারুক, সদস্য মো. আবুল কালাম, এহতেশামুল আলম চৌধুরী (পাপ্পু), সঞ্জয় আচার্য্য, রিংকু দত্ত, মো. শাখাওয়াত হোসেন (জুয়েল), অ্যাডভোকেট ড. মোশারফ হোসেন, মো. নোমান রেজা, অ্যাডভোকেট রতন দাশ, অ্যাডভোকেট পার্থ প্রতিম সিংহ বড়ুয়া।
আলোচনা সভায় বক্তারা আয়কর বিভাগসহ সর্বক্ষেত্রে বাংলা ভাষা চালু করার জন্য সরকারের প্রতি জোর দাবী জানান।
Leave a Reply