আজ ৩০শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ছবি: সিলেট-চট্টগ্রাম ফেন্ডশিপ ফাউন্ডেশন লোগো

স্মার্ট শিক্ষা ও ই-লার্নিং বিষয়ে আলোচনা সভা আগামিকাল


অনলাইন ডেস্কঃ চট্টগ্রাম ও সিলেট বিভাগের জনসাধারণের মাঝে মৈত্রী ও সেতুবন্ধনের অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সমাজকল্যাণমূলক সংগঠন ‘সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশন’ চট্টগ্রাম শাখার উদ্যোগে স্মার্ট শিক্ষা ও ই-লার্নিং বিষয়ে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। আগামিকাল বৃহস্পতিবার (৩০ মে) বিকাল ৪টায় নগরীর মোমিন রোডে বঙ্গবন্ধু ভবনের বৈঠকখানা হল মিলনায়তনে সভাটি অনুষ্ঠিত হবে। বুধবার (২৯ মে) সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের যুগ্ম আহ্বায়ক লায়ন সাজ্জাদ হোসাইন টিপুর পাঠানো বিবৃতি থেকে এ তথ্য জানা গেছে।

বিবৃতি অনুসারে, সভায় প্রধান অতিথি থাকবেন চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান ও চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সহসভাপতি এ টি এম পেয়ারুল ইসলাম। প্রধান বক্তা থাকবেন বিশ্বের অন্যতম স্মার্ট শিক্ষার প্রবক্তা, আধুনিক ই-লার্নিং বিশেষজ্ঞ, দেশবরেণ্য শিক্ষাবিদ, লেখক, পরামর্শক ও চট্টগ্রামের কৃতী সন্তান অধ্যাপক ড. বদরুল হুদা খান।

আরও পড়ুন আইআইইউসিতে কম্পিউটার এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের সেমিনার অনুষ্ঠিত

অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন নাজিরহাট পৌরসভার মেয়র, কলামিস্ট এ কে জাহেদ চৌধুরী, হাটহাজারী উপজেলা পরিষদের নবনির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান সাজেদা বেগম, ডিজিটাল বাংলাদেশ পাবলিসিটি কাউন্সিলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. জসিম উদ্দিন চৌধুরী, ফুলকলি ফুড প্রোডাক্টস লিমিটেডের মহাব্যবস্থাপক এম এ সবুর।

এতে সভাপতিত্ব করবেন সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের কেন্দ্রীয় স্থায়ী পরিষদের চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব, চট্টগ্রামের কৃতী সন্তান মো. জামাল উদ্দিন আহমেদ।

সভায় চট্টগ্রামের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রছাত্রী ও সুশীল সমাজের নেতৃবৃন্দও উপস্থিত থাকবে।

উক্ত আলোচনা সভায় সংগঠনের সকল কর্মকর্তা ও সদস্যদের এবং সংশ্লিষ্ট সকলকে উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মো. শহিদুল ইসলাম ও যুগ্ম আহ্বায়ক স ম জিয়াউর রহমান।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর