সৈয়দ শিবলী ছাদেক কফিল:
বেসরকারি সেবা ও উন্নয়ন সংস্থা 'প্রত্যাশী'র আয়োজনে সুইজারল্যান্ড সরকারের অর্থায়নে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা হেলভেটাস বাংলাদেশ'র কারিগরি সহায়তায় ২০ ফেব্রুয়ারি মঙ্গলবার চন্দনাইশ উপজেলার বরমায় ইউনিয়ন পর্যায়ে স্থানীয় অংশীজনদের সাথে সিমস্ প্রকল্পের অগ্রগতি অবহিতকরণ ও ভবিষ্যৎ কর্ম-কৌশল শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বরমা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোহাম্মাদ নওশা মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় ইউনিয়ন পরিষদের সদস্য-সদস্যাবৃন্দ, ইউপি সচিব, সাংবাদিক, ইউডিসি, জিএমসি, মাইগ্রেশন ফোরাম সদস্য, বিদেশ ফেরত, সাংবাদিক, সাব এজেন্টসহ অনন্যরা উপস্থিত ছিলেন। সেশন পরিচালনা করেন উপজেলা কোর্ডিনেটর মো. কামরুজ্জামান। সার্বিক সহযোগিতায় ছিলেন সোশ্যাল মোবিলাইজার ইফতিয়ারুজ্জামান।
বক্তারা বলেন- সিমস প্রকল্প বিদেশ যাওয়ার পূর্বে দক্ষতা অর্জনে সরকারি টিটিসিগুলোতে বিদ্যমান প্রশিক্ষণ গ্রহণে উদ্বুদ্ধ করে। সিমস প্রকল্প এবং এ ধরনের মতবিনিময় ও প্রশিক্ষণ বৈধভাবে বিদেশ গমন, বৈধ উপায়ে রেমিট্যান্স প্রেরণ এবং এ সংক্রান্ত বিদ্যমান সরকারি সুবিধাগুলো জানাতে এলাকায় ব্যাপক জনসচেতনতা সৃষ্টি করে।