মোঃ কামরুল ইসলাম মোস্তফা, চন্দনাইশঃ
ঐতিহাসিক ৭মার্চ জাতীয় দিবস উদযাপন উপলক্ষে চন্দনাইশে উপজেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা অনুষ্ঠান বৃহস্পতিবার (৭ মার্চ) সকালে উপজেলা পরিষদের নবনির্মিত হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি ছিলেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী এবং চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম চৌধুরী এম.পি। স্বাগত বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) ডিপ্লোমেসি চাকমা।
সমাজসেবা কর্মকর্তা রাসেল চৌধুরীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- চন্দনাইশ উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) এডভোকেট কামেলা খানম রুপা, চন্দনাইশ পৌরসভার মেয়র মাহবুবুল আলম খোকা, উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান মৌলানা সোলাইমান ফারুকী, চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ ওবায়দুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি জাহেদুল ইসলাম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য আবু আহমদ চৌধুরী জুনু, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জাফর আলী হিরু, দোহাজারী পৌরসভার মেয়র মোহাম্মদ লোকমান হাকিম, ইউপি চেয়ারম্যান খোরশেদ বিন ইসহাক, উপজেলা যুবলীগ আহবায়ক তৌহিদুল আলম, উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক মারজাদুল ইসলাম চৌধুরী আরমান প্রমূখ।
এসময় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান আব্দুল শুক্কুর, আমিন আহমদ চৌধুরী রোকন, খোরশেদ আলম টিটু, আহমদুর রহমান ভেট্টাসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, আওয়ামীলীগ ও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।