আজ ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ছবি: মাদ্রক নিয়ন্ত্রণে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

‘সীমিত জনবল নিয়ে চট্টগ্রামে কাজ করছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর’


নিজস্ব প্রতিবেদক: সীমিত জনবল নিয়ে মাদক নিয়ন্ত্রণে ইতিবাচক কাজ করার জন্য চট্টগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের অভিনন্দন জানিয়েছেন জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান। রবিবার (৩০ জুলাই) নগরীর একটি অভিজাত হোটেলে চট্টগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

জাতিসংঘ ঘোষিত ২৬ জুন মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবসটি আজ পালন করা হয়েছে। ইএনওডিসি’র এবারের প্রতিপাদ্য ‘মানুষই মুখ্য। মাদককে না বলুন, শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলুন’। দিবসটি উপলক্ষ্যে চট্টগ্রাম থেকে পৃথক তিন ক্যাটাগরিতে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগীতায় ১৯জন শিক্ষার্থীকে পুরস্কার বিতরণ করা হয়েছে। মাদক নির্মূলে বিশেষ সাহসিকতায় পুরস্কার পেয়েছেন ফেনী জেলার সোনাগাজী-মঙ্গলকান্দি ইউনিয়নের চেয়ারম্যান মোশাররফ হোসেন বাদল, বিশেষ প্রচারনা কাজের জন্য পুরস্কার পেয়েছে দৈনিক ইনফো বাংলা।

অনুষ্ঠানে জেলা প্রশাসকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার আনোয়ার পাশা। বিশেষ অতিথি ছিলেন সিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) ফয়সাল মাহমুদ, চট্টগ্রাম রেঞ্জের পুলিশ সুপার সফিজুল ইসলাম, বিপিএম (সেবা) এস এম শফিউল্লাহ, চট্টগ্রামের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী, চট্টগ্রাম বিভাগের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মো. জাফরূল্ল্যাহ কাজল, চট্টগ্রাম বিজিবি’র দক্ষিণ-পূর্ব রিজিয়নের উপ-মহাপরিচালক কর্ণেল এস এম আবুল এহসান (পিবিজিএম, পিএসসি)। এসময় উপস্থিত ছিলেন-চট্টগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের উপপরিচালক আবুল হোসেন, চট্টগ্রাম মেট্রো উত্তর ও দক্ষিণ কার্যালয়ের উপপরিচালক মুকুল জ্যোতি চাকমা ও হুমায়ুন কবির খন্দকার।

আলোচনা সভায় জানানো হয়, ২০২২ সালে চট্টগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ২৪ হাজার ৩১৮টি অভিযান পরিচালনা করেছে। এসব অভিযানের মাধ্যমে মাদক নির্মূলে মামলা হয়েছে ৩ হাজার ৮৭৩টি। এসময় গ্রেপ্তার হয়েছে ৪ হাজার ৬২১জন এবং সাজাপ্রাপ্ত হয়েছে ৩২৭জন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর