অনলাইন ডেস্ক
দীর্ঘ ৬৪ ঘণ্টা পর আজ বৃহস্পতিবার ভোরে চট্টগ্রামের এস আলম রিফাইন্ড সুগার কারখানাটির আগুন নিয়ন্ত্রণে আসছে বলে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন।
তিনি বলেন, বিমান,সেনা ও নৌবাহিনীর ১৮টি ইউনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে কিছু কিছু জায়গায় এখনো হালকা আগুন দেখা যাচ্ছে। আজ বিকেলের মধ্যে আগুন পুরোপুরি নির্বাপণ করা সম্ভব হবে। আগুন দেরিতে নিয়ন্ত্রণে আসার কারণ হলো- যে কাঁচামালগুলো ছিল সেগুলো দাহ্য। পানি দেওয়ার পরও আবার জ্বলে ওঠে।
তিনি বলেন, কারখানাটিতে এক লাখ মেট্রিক টন চিনির কাঁচামাল মজুত ছিল। আমরা তার ৮০ শতাংশ রক্ষা করতে পেরেছি।
অগ্নিকাণ্ডে ফায়ার সার্ভিসের দুই সদস্য আহত হওয়ার কথা জানান তিনি। এছাড়া ঘটনা তদন্তে পাঁচ সদস্যের কমিটি নির্ধারিত সময়ে প্রতিবেদন দাখিল করবে।