আজ ২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

যুবলীগ সব সময় সাধারণ মানুষের পাশে থাকবে: দিদারুল ইসলাম চৌধুরী


মুহাম্মদ আরফাত হোসেন

চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের সভাপতি দিদারুল ইসলাম চৌধুরী বলেছেন, যুবলীগ নেতা-কর্মীরা সব সময় সাধারণ মানুষের পাশে ছিল আগামীতেও পাশে থাকবে। যুবলীগের রাজনীতি সাধারণ মানুষকে নিয়ে। মাহে রমজানে হতদরিদ্র জনগোষ্ঠির ইফতারের কথা বিবেচনা করে এই আয়োজন করা হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশে যেকোনো সময়ে দেশের কল্যাণে যুবলীগ নেতা-কর্মীরা কাজ করে যাবে। ১৬ মার্চ (শনিবার) চন্দনাইশ উপজেলা যুবলীগের উদ্যোগে মাহে রমজান উপলক্ষে যুবলীগ নেতা-কর্মী ও সাধারণ মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠান পৌরসভা সদরস্থ মহিলা মাদ্রাসার মাঠে অনুষ্ঠিত হয়। উপজেলা যুবলীগের আহবায়ক ও দক্ষিণ জেলা যুবলীগের সহ-সভাপতি তৌহিদুল আলমের অর্থায়নে তার সভাপতিত্বে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা যুবলীগের সভাপতি দিদারুল ইসলাম চৌধুরী, প্রধান বক্তা ছিলেন দক্ষিণ জেলা যুবলীগের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম জহুর।

উপজেলা যুবলীগের যুুগ্ম-আহবায়ক এস এম মুসা তসলিমের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন, দোহাজারী পৌর মেয়র লোকমান হাকিম, চেয়ারম্যান খোরশেদ বিন ইছহাক, দক্ষিণ জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মরিদুল আলম মুরাদ, দক্ষিণ জেলা যুবলীগ নেতা আমিনুল ইসলাম চৌধুরী কায়সার, এম. সিরাজুল ইসলাম চৌধুরী, উপজেলা যুবলীগ নেতা যথাাক্রমে আজিজুর রহমান আরজু, মো. সোলাইমান, আনসারুল হক, ফোরক আহম্মদ প্রমুখ। এই সময় প্রতি প্যাকেটে ১৫ কেজি চাল, ২ কেজি ডাল, ২ কেজি সেমাই, ১ কেটি চিনি, ১ কেজি চনা, ১ কেজি লবণ, ৫০০ গ্রাম চা-পাতা, ১ কেজি তেল, ২ কেজি ময়দা উপজেলার বিভিন্ন ইউনিয়নে ১ হাজার ৫থশ পরিবারে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর