বিশেষ প্রতিনিধি: দোহাজারী পৌরসভার দিয়াকুল নবরত্ন বিহারে গত ১৭ জুন বিকেলে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। উক্ত বর্ধিত সভা বিহারাধ্যক্ষ ভদন্ত সুমনালংকার ভিক্ষু মহোদয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত বর্ধিত সভায় বক্তব্য রাখেন, ডাঃ বাবুল বড়ুয়া, বন্ধন বড়ুয়া, নয়ন বড়ুয়া, টিপলু বড়ুয়া, জাপান বড়ুয়া, রতন বড়ুয়া, নির্মল বড়ুয়া, সজল বড়ুয়া, রুখু বড়ুয়া, সোহাগ বড়ুয়া, শুভ বড়ুয়া, রিমন বড়ুয়া, অজিত বড়ুয়া, প্রকাশ বড়ুয়া, রবিন বড়ুয়া, অমিত বড়ুয়া, টপি বড়ুয়া প্রমুখ।
বর্ধিত সভা শেষে উপস্থিত সকলের সম্মতিতে, ডাঃ বাবুল বড়ুয়া সভাপতি, বন্ধন বড়ুয়া সিনিয়র সহ সভাপতি, নয়ন বড়ুয়া সাধারণ সম্পাদক, টিপলু বড়ুয়া কে অর্থ সম্পাদক করে ৩ বছরের জন্য , ২১ সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটি গঠন করা হয়।