আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার :
কক্সবাজার পৌরসভার ৭নং ওয়ার্ডের নুর জাহান সড়কের উন্নয়ন (মেরামত) কাজ সম্পন্ন হয়েছে। এর ফলে স্বস্তি ফিরেছে সড়কে বসবাসরত বাসিন্দাদের মাঝে। গত জুমাবার সরেজমিনে দেখা যায় নুর জাহান সড়কের উন্নয়ন কাজ। শ্রমিকরা শেষ মুহুর্তের কাজের ফিনিশিং দিচ্ছিল। ঠিকাদারি প্রতিষ্ঠান সেলিম এন্টারপ্রাইজ এর নিজ উদ্যোগে ৭নং ওয়ার্ড কাউন্সিলর ওসমান সরওয়ার টিপুর সহযোগিতায় এবং পূর্ব পাহাড়তলী সমাজ কমিটির সাধারণ সম্পাদক ফোরকান আহমদ খোকনের সার্বিক তদারকিতে উক্ত সড়কের উন্নয়ন কাজ সম্পন্ন হয়।
চাটগাঁর সংবাদকে ঠিকাদার সেলিম মাহমুদ জানান, এলাকার উন্নয়নে শরিক হতে পেরে ভালো লাগছে। এক্ষেত্রে এগিয়ে এসেছেন ওয়ার্ড কাউন্সিলর ও সমাজের সভাপতি। তাদের কাছে কৃতজ্ঞ। আগামিতে এলাকা, সমাজ এবং সকলের জন্য আরো যেন বড় এবং ভালো কাজ করতে পারি সকলের কাছে দোয়া কামনা করছি।