অনলাইন ডেস্কঃ ২০২২ সালে সাতকানিয়া উপজেলা থেকে দাখিল পরীক্ষায় পাশের হার ছিলো ৮৫ দশমিক ৩২ শতাংশ। ২০২৩ সালে সেটি নেমে আসে ৭৯ দশমিক ৬৪ শতাংশে আর চলতি বছর ২০২৪ সালে এ হার আরো কমে হয় ৭৯ দশমিক ৬১ শতাংশ।
তবে গত তিন বছরে এ উপজেলায় দাখিল পরীক্ষায় অংশগ্রহণকারীর সংখ্যা ক্রমান্বয়ে বেড়েছে। ২০২২ সালে সাতকানিয়া থেকে পরীক্ষায় অংশ নিয়েছিলো ১ হাজার ৪৩৭ জন, ২০২৩ সালে তা বেড়ে দাঁড়ায় ১৫৩৭ জনে এবং ২০২৪ সালে এ উপজেলা থেকে দাখিল পরীক্ষার্থীর সংখ্যা হয় ১৬৭৭ জন।
আরও পড়ুন দাখিলে বুড়িশ্চর জিয়াউল উলুম কামিল মাদ্রাসায় ২ জনের জিপিএ ৫
জিপিএ ফাইভ অর্জনেও নেতিবাচক প্রবৃদ্ধি রয়েছে সাতকানিয়া থেকে দাখিলে অংশগ্রহণকারীদের। ২০২২ সালে এ প্লাস পেয়েছিলো ১২৪ জন শিক্ষার্থী। ২০২৩ সালে তা প্রায় তিনভাগের ২ ভাগ কমে যায়; সে বছর জিপিএ ফাইভ অর্জন করতে পেরেছিলো মাত্র ৩৪ জন আর ২০২৪ সালে এ প্লাস পায় ৬৭ জন।
চলতি বছরের দাখিল পরীক্ষায় এ উপজেলায় সবচেয়ে বেশি জিপিএ ফাইভ অর্জন করেছে একটি মহিলা মাদ্রাসা। ৯৬ দশমিক ২৩ শতাংশ পাশের হার নিয়ে দারুল ইহসান নামের মহিলা মাদ্রাসাটি থেকে ১৩জন অর্জন করেছে জিপিএ ফাইভ। মাদ্রাসাটি থেকে ৫৩ জন পরীক্ষা দিয়ে পাশ করেছে ৫১ জন।
পাশের হারের ভিত্তিতে সাতকানিয়ায় সেরা ১০ মাদ্রাসা
এ বছর ৯৮ দশমিক ৪ শতাংশ সর্বোচ্চ পাশের হার নিয়ে সাতকানিয়ায় শীর্ষস্থান অধিকার করেছে কাঞ্চনা ইসলামিয়া আলিম মাদ্রাসা। এরপর ক্রমান্বয়ে দ্বিতীয় থেকে দশম স্থানে রয়েছে-কেওচিয়া মুজাহেরুল হক ইসলামিয়া দাখিল মাদ্রাসা, দারুল ইহসান মহিলা দাখিল মাদ্রাসা, রসুলাবাদ ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা, মাদ্রাসা ই আবু হুরায়রা (রা.) দখিল, গারাংগিয়া ইসলামিয়া কামিল মাদ্রাসা, দ্বীপ চরতি দারুল ইসলাম দাখিল মাদ্রাসা, ছদাহা মোহাম্মদিয়া খাইরিয়া আলিম মাদ্রাসা, কেরানীহাট জামেউল উলুম ইসলামিয়া ফাজিল মাদ্রাসা, রুপকানিয়া আহমদিয়া দাখিল মাদ্রাসা।
Leave a Reply