আজ ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ছবি: আইআইইউসিতে বিজ্ঞান অলিম্পিয়াড

আইআইইউসিতে বিভাগীয় বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত


অনলাইন ডেস্কঃ বাংলাদেশ বিজ্ঞান একাডেমি ও ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের (বিএসএ-এফএসআইবিএল) যৌথ উদ্যোগে ২০২৪ সালের বিজ্ঞান অলিম্পিয়াডের বিভাগীয় বাছাইপর্ব অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে এ বাছাইপর্ব অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় অডিটোরিয়ামে অনুষ্ঠানের প্রারম্ভে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এসময় আইআইইউসির উপ-উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ মছরুরুল মওলা শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘আজকে তোমরা এখানে নিজেদের যোগ্যতায় এই বিজ্ঞান অলিম্পিয়াডে অংশগ্রহণ করছো। আশা করি এই যোগ্যতাকে অক্ষুণ্ন রেখে একদিন তোমরা বিশ্বের বিভিন্ন জায়গায় পৌঁছে নিজেদেরকে সাফল্যমন্ডিত করবে ও দেশের জন্য সুনাম অর্জন করবে।’ চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শেখ কামাল আইটি বিজনেস ইনকিউবেটরের পরিচালক প্রফেসর ড. এম মশিউল হক বলেন, ‘তোমরা যারা আজকে এই বিজ্ঞান অলিম্পিয়াডে অংশগ্রহণ করেছো তোমরা সবাই এদেশের ভবিষ্যৎ। জীবনে কখনোই আত্মতুষ্টিতে ভোগা যাবে না, জ্ঞান অর্জনের ক্ষুধাকে সবসময় বাঁচিয়ে রাখতে হবে। তাহলেই জীবনে সফলতা আসবে।’ এসময় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করে, পরে বিশ্ববিদ্যালয়ের  বাছাইকৃত শিক্ষার্থীদের সনদ বিতরণ করা হয়। চলতি বছরের অলিম্পিয়াডে মাধ্যমিক (নবম-দশম শ্রেণি ও সমমান) এবং উচ্চ মাধ্যমিক (একাদশ-দ্বাদশ শ্রেণি ও সমমান) এ দুই গ্রুপে অনুষ্ঠিত হচ্ছে। এ প্রতিযোগিতায় পদার্থবিজ্ঞান, রসায়নবিজ্ঞান, জীববিজ্ঞান ও গণিত থেকে সৃজনশীল প্রশ্নের মাধ্যমে শিক্ষার্থীদের মেধা যাচাই করা হবে। এবার  চট্টগ্রাম বিভাগের ১১৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করছেন।তন্মধ্যে ৬৯টি স্কুলের ৩৫৮জন এবং ৪৭টি কলেজ থেকে ২০২জন প্রতিযোগিতায় লড়বেন। আগামী ৯ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে এ অলিম্পিয়াডের চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে।

চট্টগ্রাম বিভাগীয় বিজ্ঞান অলিম্পিয়াডের সমন্বয়ক এবং আইআইইউসি আইকিউএসির ডিরেক্টর প্রফেসর ড. এম দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) এর বোর্ড অব ট্রাস্টিজ এর চেয়ারম্যান প্রফেসর ড. আবু রেজা রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী ও বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর আনোয়ারুল আজিম আরিফ, ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের কুমিরা ব্রাঞ্চ ম্যানেজার মো ফজলুল হক। এতে আরো উপস্থিত ছিলেন আইআইইউসির বোর্ড অব ট্রাস্টিজের ভাইস-চেয়ারম্যান প্রফেসর ড. কাজী দ্বীন মোহাম্মদ, বাংলাদেশ সোসাইটি ফর ম্যাথাম্যাটিকাল বায়োলজির সভাপতি প্রফেসর ড. মো. হায়দার আলী বিশ্বাস, আইআইইউসির রেজিস্ট্রার এএফএম আক্তারুজ্জামান কায়সার, সাইন্স ফ্যাকাল্টির ডীন ও চট্টগ্রাম বিভাগীয় বিজ্ঞান অলিম্পিয়াড ২০২৪ এর আয়োজক কমিটির কো-চেয়ারম্যান ড. মো. সামিমুল হক চৌধুরী, টিএমডির চেয়ারম্যান প্রফেসর ড. মাহি উদ্দিন, সিএসই ডিপার্টমেন্টের চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ আমান উল্লাহ, ইইই ডিপার্টমেন্টের চেয়ারম্যান ড. ইয়াসির আরাফাত, সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের চেয়ারম্যান প্রফেসর ড. ইঞ্জিনিয়ার মুহাম্মদ আবু ইউসুফ, ইটিই ডিপার্টমেন্টের চেয়ারম্যান মো. ইব্রাহীম, ইইই বিভাগের সহযোগী অধ্যাপক ও চট্টগ্রাম বিভাগীয় বিজ্ঞান অলিম্পিয়াড ২০২৪ আয়োজক কমিটির সদস্য সচিব ইঞ্জিনিয়ার শেখ মো. গোলাম মোস্তফাসহ বিভিন্ন ফ্যাকাল্টির শিক্ষক-শিক্ষিকা বৃন্দ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর