সৈয়দ শিবলী ছাদেক কফিল, চন্দনাইশ: উপজেলায় পল্লী সমাজসেবা কার্যক্রমের আওতায় ১৯ জন, পল্লী মাতৃকেন্দ্র কার্যক্রমের আওতায় ১৪ জন এবং দগ্ধ ও প্রতিবন্ধী পুনর্বাসন কার্যক্রমের আওতায় ৪ জনসহ মোট ৩৭ জনকে ১৭ লাখ ৪০ হাজার টাকা ঋণ দিয়েছে চট্টগ্রাম বিভাগীয় সমাজসেবা অধিদপ্তর। এছাড়া কাঞ্চননগরের হযরত শাহসুফী মমতাজিয়া হেফজখানা ও এতিমখানায় ৬০ জন এতিম শিশুকে ক্যাপিটেশন গ্রান্টের আওতায় প্রতিমাসের ২০০০ টাকা করে দেবে সরকারি এই সংস্থা।
গত ২৩ জুলাই চট্টগ্রাম বিভাগীয় পরিচালক কাজী নাজিমুল ইসলাম চন্দনাইশের এসব কর্মসূচি পরিদর্শন করেন। পরিদর্শনকালে ক্যাপিটেশন গ্রান্টপ্রাপ্ত হযরত শাহসুফি মমতাজিয়া হেফজখানা ও এতিমখানায় পোষাক ও শিক্ষা উপকরণ বিতরণ করেন তিনি। এসময় অনুষ্ঠিত মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথি ছিলেন তিনি।
কাজী নাজিমুল ইসলাম বলেন, ‘শিশু ধর্মীয় শিক্ষার পাশাপাশি কারিগরি ও সাধারণ শিক্ষায় শিক্ষিত হতে হবে। মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষিত ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়তে স্মার্ট সিটিজেন হিসেবে নিজেদের তৈরি করতে হবে।’
গণশুনানীতে ক্ষুদ্রঋণ গ্রহীতাদের নানা মতামত, অভিযোগ ও দাবী উপস্থাপিত হয়। সমাজসেবা অধিদপ্তরের সেবাসমূহ সেবাগ্রহীতাদের দোরগোড়ায় পৌঁছে দিতে সমাজসেবা অধিদপ্তরের সকল কর্মী কাজ করছে বলে জানান প্রধান অতিথি।
সর্বশেষ সদ্যঅবসরপ্রাপ্ত সমাজকর্মী ফজিলাতুন নাহারের বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন তিনি। উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা বেগমের সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাসেল চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত গণশুনানী ও ঋণ বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ মনিরুল ইসলাম, বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক শাহী নেওয়াজ এবং জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক ওয়াহিদুল আলম।