রাঙ্গুনিয়া(চট্টগ্রাম)প্রতিনিধি >>> ভারতীয় পুরোহিত রামগিরি ও বিজেপির মন্ত্রী নারায়ন কর্তৃক মহানবী হয়রত মুহাম্মদ (সাঃ)'কে কটুক্তি করার প্রতিবাদে রাঙ্গুনিয়ার শিলক ইউনিয়নে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে হেফাজত ইসলাম রাঙ্গুনিয়ার শিলক ইউনিয়ন শাখা। শনিবার (২৮সেপ্টেম্বর) বিকেল ৫ টায় শিলক বহদ্দর পাড়া থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শিলক দিঘির পাড় এসে শেষ হয় হয়। পরে সেখানে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন আরকান বিন ওসমান মডেল মাদ্রাসার প্রতিষ্ঠাতা ক্বারি মাও.ওসমান গণী, মাও. ক্বারি আতিক বিন ওসমান'র সঞ্চালনায় বক্তব্য দেন হেফাজত নেতা নিয়ামত উল্লাহ আশরাফী প্রবাসী জামিউল কুরআন মাদ্রাসার পরিচালক মুফতি এরশাদুল আলম মাসুদ সরফভাটা মুয়াবিনুল ইসলাম মাদ্রাসার সিনিয়র শিক্ষক মুফতি নুরুল কবির সাহেব, হেফাজত নেতা মাওলানা বাহাদুর খান,মোজাম্মেল হক প্রমুখ।এতে সংগীত পরিবেশন করেন শিল্পী শহিদুল ইসলাম মিজান ও হোসাইন বিন কাদির।