অনলাইন ডেস্কঃ নির্বাচনের তফসিল প্রত্যাখ্যান করে সরকার বিরোধী কঠোর কর্মসূচি দিতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এ কর্মসূচিতে সংহতি প্রকাশ করেছে গততন্ত্র মঞ্চ।
২৮ অক্টোবর থেকে ইতোমধ্যে ৫ দফা অবরোধ কর্মসূচি দিয়েছে বিএনপি। ৫ম দফার অবরোধ কর্মসূচি শেষ হতে যাচ্ছে আজ। দলটির রাজনৈতিক এসব কর্মসূচির
মধ্যেই গতকাল বুধবার (১৫ নভেম্বর) তফসিল ঘোষণা করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)। এজন্য তফশিল বাতিল ও নির্দলীয় সরকারের অধীনে ভোটের দাবিতে নতুন করে আরও কঠোর কর্মসূচি দিতে যাচ্ছে বিএনপিসহ যুগপৎ আন্দোলনে থাকা দলগুলো।
আরও পড়ুন হরতাল-অবরোধের প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল
বিএনপি নেতারা বলছেন, তারা চূড়ান্ত পর্বের কর্মসূচি দিতে যাচ্ছেন। চূড়ান্ত পর্বের কঠোর কর্মসূচিতে সর্বাত্মক হরতাল বিবেচনায় রয়েছে বিএনপির হাইকমান্ডের।
এদিকে আগামী রবি ও সোমবার হরতাল কর্মসূচি ঘোষণা করেছে বিএনপির আন্দোলনের সঙ্গী গণতন্ত্র মঞ্চ। নুরুল হক নুরের গণঅধিকার পরিষদও বৃহস্পতিবার একই কর্মসূচি ঘোষণা করেছে।
বৃহস্পতিবার গণতন্ত্র মঞ্চের পক্ষে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কামাল উদ্দিন পাটোয়ারীর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কর্মসূচির কথা জানানো হয়।
এতে বলা হয়েছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঘোষিত তফসিল বাতিলের দাবিতে আগামী রবি ও সোমবার সারা দেশে ৪৮ ঘণ্টার সর্বাত্মক হরতাল ঘোষণা করেছে গণতন্ত্র মঞ্চ।
তথ্যসূত্র: যুগান্তর