আজ ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

ছবি: গেইট নির্মাণের দাবিতে মেয়রের কাছে স্মারকলিপি

মাঝিরঘাটের পার্বতী ফকির পাড়ায় গেইট নির্মাণের দাবী


অনলাইন ডেস্কঃ মাঝিরঘাটের পার্বতী ফকির পাড়ায় গেইট নির্মাণের দাবীতে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরীর কাছে স্মারকলিপি দেয়া হয়েছে। রবিবার (১২ মে) টাইগারপাসস্থ চসিক কার্যালয়ে গিয়ে মেয়রের কাছে এ স্মারকলিপি প্রদান করেছেন পশ্চিম মাদারবাড়ীর ২৬নং ষ্ট্রান্ড রোড মাঝিরঘাট পার্বতী ফকির পাড়া উন্নয়ন পরিষদের নেতৃবৃন্দ।

আরও পড়ুন জলাতঙ্ক নির্মূলে চসিকের কর্মসূচি

স্মারকলিপিতে নেতৃবৃন্দ তাদের পাড়ার সম্মুখে একটি গেইট নির্মাণের দাবী জানান। সিটি মেয়র মো. রেজাউল করিম চৌধুরী স্মারকলিপি গ্রহণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্ট বিভাগে নির্দেশনা দেন।

এসময় উপস্থিত ছিলেন স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর গোলাম মোহাম্মদ জোবায়ের, পার্বতী ফকির পাড়া উন্নয়ন পরিষদ নেতা ব্রজ গোপাল দাশ, শ্যামল দাশ, প্রণব দাশ, হরি গোপাল দাশ, দীপক দাশ, জয় দাশ, রিপন দাশ, নেপাল দাশ, বাপ্পী কান্তি দাশ, রিংকুসহ উন্নয়ন কমিটির নেতৃবৃন্দ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর